× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

আঞ্চলিক প্রতিনিধি

আমি যদি খারাপ লোক হই তাহলে আমাকে আপনারা ভোট দেবেন না -ইঞ্জি আবদুস সোবহান

অনলাইন ডেক্স
হালনাগাদ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
আমি যদি খারাপ লোক

“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে যদি বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়, তারপরেও আপনারা যদি মনে করেন আমি সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদার, সংখ্যালঘু নির্যাতনকারীসহ কোন অন্যায় কাজের সাথে জড়িত রয়েছি, আমি যদি খারাপ লোক হই তাহলে আমাকে আপনারা ভোট দেবেন না।” ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের এই বক্তব্যে এলাকায় প্রসংশার ঝড় উঠেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে গৌরনদী উপজেলা সদরে বসে কথা হয়-রিকসা চালক কালাম সিকদারের সাথে। তিনি বলেন, জীবনেতো অনেক দলের অনেক নেতাকেই দেখলাম। এভাবে কারো মুখে কোনদিন এই কথা বলতে শুনিনি। কারণ এ কথা বলতে হলে সৎ সাহস লাগে। নিশ্চয়ই সোবহান সাহেব একজন ভাল মনের মানুষ বলেই চ্যালেঞ্জ দিয়ে এ কথা বলতে পেরেছে।

এরপূর্বে গত পহেলা সেপ্টেম্বর বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে গৌরনদী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেন, “ভোট জনগণের পবিত্র আমানত। সেই আমানতকে খেয়ানত করলে আখেরাতে জবাবদিহি করতে হবে। তাই দলের কোনো বেঈমান বা বিশ্বাস ঘাতককে ভোট দিয়ে তাকে খারাপ কাজে উৎসাহিত করবেন না।”

বিগত ওয়ান ইলেভেন থেকে শুরু করে পতিত সরকারের সময় নেতাকর্মীদের নিয়ে রাজপথে থেকে একাধিকবার হামলা, অসংখ্য মামলায় কারাভোগ করেও রাজপথে সরব থাকা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেন, বিএনপির প্রধান লক্ষ্য জনগণের অধিকার আদায়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। এ লক্ষ্য বাস্তবায়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন।

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, “গণতন্ত্রের জন্য আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে নোবেল পুরস্কারে ভূষিত করার জন্য বাংলাদেশ থেকে প্রস্তাব পাঠানো উচিত।” শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি প্রতিষ্ঠার ইতিহাস স্মরণ করে তিনি বলেন, “১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠিত হয়। এ দিনটি শুধু বিএনপির নয়; সমগ্র বাংলাদেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার।”

গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের আয়োজনে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ হয়ে গৌরনদী বন্দর পর্যন্ত অনুষ্ঠিত শোভাযাত্রা শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান। প্রধান বক্তা ছিলেন তরুণ রাজনীতিবিদ পারভেজ সোবহান।


এ ক্যটাগরির আরো খবর..