আবু ধাবিতে মঙ্গলবার বসছে ২০২৬ আইপিএলের নিলাম। এই নিলামের তালিকা প্রকাশের পর বড় চমক হিসেবে উঠে আসে ক্যামেরন গ্রিনের নাম। তবে পেস বোলিং অলরাউন্ডার হলেও, অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারকে নিলামে রাখা হয়েছে ব্যাটার ক্যাটাগরিতে।
ইচ্ছাকৃতভাবেই ব্যাটার হিসেবে নাম নথিভুক্ত করেন গ্রিন। যাতে বিশেষজ্ঞ ব্যাটারদের আগে ডাকা হলে দলগুলোর হাতে থাকা বড় অঙ্কের অর্থ থেকে সুবিধা নিতে পারেন।
এর বাইরে বোলিং ফিটনেস না থাকার কারণে শুধু ব্যাটার হিসেবে নাম লেখান গ্রিন, এমন ধারণাও ছিল। তবে এবার নিজেই আসল কারণ জানালেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার।
গ্রিনের দাবি, পুরো বিষয়টি আসলে তার ম্যানেজারের ভুলে হয়েছে। তিনি জানান, ভুল করে ব্যাটার অপশনটি সিলেক্ট করা হয়েছে। ইচ্ছাকৃত কোনো সিদ্ধান্ত ছিল না। বরং বিষয়টি এখন হাস্যকর পরিস্থিতি তৈরি করেছে।
এই ভুলের প্রভাব পড়তে পারে নিলামে গ্রিনের মূল্য নির্ধারণে। সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে নিলামে উঠছেন গ্রিন। ধারণা করা হচ্ছে, এবারের নিলামের সবচেয়ে দামি খেলোয়াড় হতে পারেন তিনি।
তবে অলরাউন্ডার হিসেবে নয়, শুধুই ব্যাটার হিসেবে ডাক পড়লে দলগুলো তার জন্য কতটা আগ্রহ দেখাবে- সেটি নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।
গ্রিন অবশ্য জানিয়েছেন, বোলিং নিয়ে তার কোনো সমস্যা নেই। তিনি পুরোপুরি ফিট এবং বল করার জন্য প্রস্তুত।
২০২৩ সালের আইপিএল নিলামে- ১৭.৫ কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্সে নাম লেখান গ্রিন। এক বছর পর একই দামে গ্রিনকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে বিক্রি করে মুম্বাই।
নিলাম প্রসঙ্গে গ্রিন বলেন, অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে বসে নিলাম দেখার পরিকল্পনা রয়েছে তার। কোন দলে যাবেন, কার সঙ্গে খেলবেন- এই অনিশ্চয়তাই নিলামকে আরও রোমাঞ্চকর করে তোলে বলে মনে করেন তিনি।