দি নিউজ ডেস্কঃ বাংলাদেশে ফিরে আন্দোলনে যোগ দিতে দোয়া চাইলেন নিউইয়র্কে অবস্থানরত বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা।
শনিবার, নিউইয়র্কে বিএনপির একাংশ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় এই দোয়া কামনা করেন তিনি। এ সময়, আন্দোলনের মাধ্যমে বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন সাদেক হোসেন খোকা। জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন শরাফত হোসেন বাবু।
এছাড়াও, সভায় বক্তব্য দেন জসিমউদ্দিন ভূঁইয়াসহ সংগঠনের স্থানীয় অন্যান্য নেতারা।