× Banner
সর্বশেষ
সৌদি আরব বাংলাদেশি জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে নোয়াখালীতে ঝুপড়ি ঘরে ভূমিহীন পরিবারের মানবেতর জীবনযাপন ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গায় চতুর্থ দফায় এক ঘণ্টার আন্দোলন শ্যামনগরে গতবারের তুলনায় এবার দুর্গা পুজার মন্ডপ বেড়েছে রাকসু নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ সৌদি আরব বাংলাদেশী জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে- স্বরাষ্ট্র উপদেষ্টা রাসুল (সা) এর সীরাত চর্চা মানবজাতির জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে -ধর্ম উপদেষ্টা চুলের বৃদ্ধির জন্য আমলা নাকি ভ্রিংরাজ ফ্রান্স গাজায় বিশেষ মিশন চালু করতে চায় আগামীকাল প্লেট পর্বের ফাইনাল

মাদারীপুর প্রতিনিধি

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকানঘর ভাঙচুর এবং গাছ কাটার অভিযোগ

অনলাইন ডেক্স
হালনাগাদ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
নিষেধাজ্ঞা অমান্য করে দোকানঘর ভাঙচুর এবং গাছ কাটার অভিযোগ

মাদারীপুরের কালকিনি উপজেলার পাংগাসিয়া গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর ভাংচুর এবং গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালত মাদারীপুর, দেওয়ানী মোকাদ্দামা নং ১১৮/২০২৫ সূত্রে জানা যায়, ডেঙ্গর হাওলাদারের মাদারীপুর স্টেশন কালকিনির অন্তর্গত ৭৯নং পাঙ্গাসিয়া মৌজায় এসএ ৬৭২ ও ৬৭৩ নং খতিয়ানের এসএ ৪৮১,৪৮৮, ৪৯১ ও ৪৯৩ দাগ সমূহের জমির বাবদ যে দুইটি জমা লিখা যায় তাহাতে এসএ জরিপ মূলে ডেঙ্গর হাওলাদার ১৬ আনা স্বত্ববান ভোগ দখলকার থাকা অবস্থায় এসএ পর্চা শুদ্ধভাবে চূড়ান্ত প্রকাশিত হয়।

এসএ জরিপের পরে ডেঙ্গর হাওলাদার মারা গেলে তাহার দুই পুত্র ইউসুফ হাওলাদার ও ইউনুচ হাওলাদার এবং তিন কন্যা মরিয়ম বেগম, আসিয়া বেগম, মেহেরুন নামে ওয়ারিশ থাকে। অতঃপর ইউসুফ হাওলাদার মারা গেলে তাহার তিন পুত্র এবং সাত কন্যা ও দুই স্ত্রী ওয়ারিস হয়। তিন পুত্র হলো আবু বক্কার, তোফাজ্জল হোসেন, শাহ ইমরান জুয়েল।

বিআরএস জরিপে উক্ত এসএ ৪৮১,৪৮৮,৪৯৪,৪৯৫ দাগের জমি ৮১০, ৮১১, ৮১৩ ও ৮২২ দাগে নকশা অংকিত হইয়া বিআরএস ৩৮৭ ও ৪৮২ খতিয়ান এ বর্ণিত ডেঙ্গর হাওলাদারের ক্রমিক ওয়ারিশদের নামে রেকর্ড হয়।

মামলা সূত্রে আরও জানা যায়, বিগত ৬-৯-২০২৫ইং তারিখে সকাল ৮ ঘটিকার সময় ১নং বিবাদী আব্দুর রব হাওলাদার লোকজন নিয়া বাদি পক্ষের স্বত্ব দখলীয় নালিশি জমির দোকানের সামনে আসিয়া, নালিসি তফসিল বর্ণিত সম্পত্তি ২০-১-২০২১ইং তারিখের ৪৭৯নং সাব কবলা মূলে খরিদ করার কথা প্রকাশ করেন।

এমতাবস্থায় বাদী শাহ ইমরান জুয়েল ও তোফাজ্জল হোসেন উক্ত সম্পত্তি তাদের ওয়ারিশান হিসেবে অগ্রক্রয়ের কথা জনসম্মুখে প্রকাশ করেন। এরই পরিপ্রেক্ষিতে বিগত ১১-৯-২০২৫ ইং তারিখে মুসলিম আইনের বিধান মতে অগ্রক্রয়ের মোকাদ্দামা দাখিল করেন। যাহার মামলা নাম্বার ১১৮/২০২৫

উক্ত মামলার ১৭-৯-২০২৫ইং তারিখের বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালত কর্তৃক একটি আদেশে নালিশি ভূমিতে কোন প্রকার স্থাপনা নির্মাণ বা আকার আকৃতি পরিবর্তন না করার জন্য এক আদেশ প্রদান করেন। যাহা অস্থায়ী নিষেধাজ্ঞা হিসেবে বিবেচিত হবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আদালতের ওই আদেশ অমান্য করে বাদীর দোকানঘর ভাঙচুর করা হয়েছে এবং বসতবাড়ির গাছ কেটে ফেলা হয়েছে।

এ বিষয়ে জানতে বিবাদী আব্দুর রব হাওলাদারের একাধিকবার ফোন দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।


এ ক্যটাগরির আরো খবর..