× Banner
সর্বশেষ
পা দিয়ে লিখে এইচএসসি পাস করলেও পরিচয়পত্রের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন অদম্য জসিম সাভারে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার আহ্বান পরিবেশ উপদেষ্টার অর্জুনকে যুদ্ধে কনভেন্স করার বক্তব্যই গীতা -জহির উদ্দিন স্বপন মানবাধিকার প্রতিষ্ঠার অগ্রপথিক মহানবী (সা.) -ধর্ম উপদেষ্টা পাক-সৌদি প্রতিরক্ষা চুক্তি, বাড়ছে পাকিস্তানের উপর ইসরায়েলের দূরত্ব বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিভাগীয় কমিশনারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত নোয়াখালীতে জেনারেল হাসপাতাললে ৭ দালালকে কারাদন্ড বিএনপি ক্ষমতায় আসলে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকবে”- আনিসুর রহমান তালুকদার সৌদি আরবে অবৈধ প্রবাসীদের সুখবর দিলো সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য

বেনাপোল প্রতিনিধি

আড়াই বছর পর বেনাপোল বন্দরে পেঁয়াজ আমদানি

অনলাইন ডেক্স
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
পেঁয়াজ আমদানি

প্রায় আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে শুরু হয়েছে পেঁয়াজ আমদানি।  বাগেরহাটের  আমদানিকারক এস এম ওয়েল ট্রেডার্স  প্রথম চালানে ১৫ টন পেঁয়াজ আমদানি করেন।
সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায়  প্রথম চালানে ভারতীয় একটি  ট্রাকে ১৫ টন পেঁয়াজ আসে বন্দরে।
পেঁয়াজের আমদানিকারক বাগেরহাটের  এস এম ওয়েল ট্রেডার্স  এবং  রফতানিকারক ভারতের ন্যাশনাল ট্রেডিং করপোরেশন।
প্রতি মেট্রিক টন ৩০৫ ইউ এস ডলার যা বাংলাদেশি টাকায় ৩৭ হাজার ৪২৯ টাকা  মূল্য দেখিয়ে ভারত থেকে আমদানি করা হয়েছে। আমদানিকৃত পেঁয়াজ বাজারে মান ভেদে ৫৮ থেকে  ৬০ টাকার মধ্যে বিক্রী হতে পারে।
এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় প্রথম দিনেই স্থানীয় বাজারে কেজিতে ৫  থেকে  ৭ টাকা কমেছে দাম। আমদানি কমের অযুহাতে গতকালও দেশীয় বাজারে ৭০  টাকা কেজিতে বিক্রি হয়েছে পেঁয়াজ।
আমদানিতে নানান প্রতিবন্ধকতায় ২০২৩ সালের মার্চ মাস থেকে বন্ধ ছিল বেনাপোলে রুটে পেয়াজের আমদানি।
বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহ সভাপতি আমনিুল হক বলেন, এর আগে দেশে উৎপাদিত পেঁয়াজের নায্যমূল্য নিশ্চিত করতে সরকার পেয়াজ আমদানি বন্ধ করেছিল। পরে পেঁয়াজ রফতানি বন্ধ করে ভারত। বর্তমানে দেশে চাহিদার বিপরীতে আমদানি ও পর্যাপ্ত মজুত থাকলেও অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাড়াচ্ছিল দাম। এতে নিম্ন আয়ের মানুষের নিত্যপ্রোয়জনীয় এ খাদ্যদ্রব্যটি কিনতে গুনতে হচ্ছিল অতিরিক্ত টাকা। অবশেষে সরকার  সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাজার নিয়ন্ত্রনে  পেঁয়াজ আমদানির অনুমতি দেয়।
আলতাফ হোসেন  নামে একজন পেঁয়াজ ক্রেতা বলেন, ‘আমদানির খবরে প্রথম দিনে পেয়াজের দাম কেজিতে কমেছে ৫  টাকা। এতে মুনাফালোভী ব্যবসায়ীরা যে সিন্ডিকেট করে দাম বাড়িয়েছিল সেটা বোঝা গেল।
বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী  শ্যামল কুমার নাথ জানান, প্রথম চালানে আমদানিকারক প্রতিষ্ঠান ১৫ টন পেঁয়াজ আমদানির করেছেন। পেঁয়াজের মান পরীক্ষা শেষে বন্দর থেকে খালাসের অনুমতি দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..