14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আড়াই বছর পর বেনাপোল বন্দরে পেঁয়াজ আমদানি

Link Copied!

প্রায় আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে শুরু হয়েছে পেঁয়াজ আমদানি।  বাগেরহাটের  আমদানিকারক এস এম ওয়েল ট্রেডার্স  প্রথম চালানে ১৫ টন পেঁয়াজ আমদানি করেন।
সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায়  প্রথম চালানে ভারতীয় একটি  ট্রাকে ১৫ টন পেঁয়াজ আসে বন্দরে।
পেঁয়াজের আমদানিকারক বাগেরহাটের  এস এম ওয়েল ট্রেডার্স  এবং  রফতানিকারক ভারতের ন্যাশনাল ট্রেডিং করপোরেশন।
প্রতি মেট্রিক টন ৩০৫ ইউ এস ডলার যা বাংলাদেশি টাকায় ৩৭ হাজার ৪২৯ টাকা  মূল্য দেখিয়ে ভারত থেকে আমদানি করা হয়েছে। আমদানিকৃত পেঁয়াজ বাজারে মান ভেদে ৫৮ থেকে  ৬০ টাকার মধ্যে বিক্রী হতে পারে।
এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় প্রথম দিনেই স্থানীয় বাজারে কেজিতে ৫  থেকে  ৭ টাকা কমেছে দাম। আমদানি কমের অযুহাতে গতকালও দেশীয় বাজারে ৭০  টাকা কেজিতে বিক্রি হয়েছে পেঁয়াজ।
আমদানিতে নানান প্রতিবন্ধকতায় ২০২৩ সালের মার্চ মাস থেকে বন্ধ ছিল বেনাপোলে রুটে পেয়াজের আমদানি।
বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহ সভাপতি আমনিুল হক বলেন, এর আগে দেশে উৎপাদিত পেঁয়াজের নায্যমূল্য নিশ্চিত করতে সরকার পেয়াজ আমদানি বন্ধ করেছিল। পরে পেঁয়াজ রফতানি বন্ধ করে ভারত। বর্তমানে দেশে চাহিদার বিপরীতে আমদানি ও পর্যাপ্ত মজুত থাকলেও অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাড়াচ্ছিল দাম। এতে নিম্ন আয়ের মানুষের নিত্যপ্রোয়জনীয় এ খাদ্যদ্রব্যটি কিনতে গুনতে হচ্ছিল অতিরিক্ত টাকা। অবশেষে সরকার  সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাজার নিয়ন্ত্রনে  পেঁয়াজ আমদানির অনুমতি দেয়।
আলতাফ হোসেন  নামে একজন পেঁয়াজ ক্রেতা বলেন, ‘আমদানির খবরে প্রথম দিনে পেয়াজের দাম কেজিতে কমেছে ৫  টাকা। এতে মুনাফালোভী ব্যবসায়ীরা যে সিন্ডিকেট করে দাম বাড়িয়েছিল সেটা বোঝা গেল।
বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী  শ্যামল কুমার নাথ জানান, প্রথম চালানে আমদানিকারক প্রতিষ্ঠান ১৫ টন পেঁয়াজ আমদানির করেছেন। পেঁয়াজের মান পরীক্ষা শেষে বন্দর থেকে খালাসের অনুমতি দেওয়া হয়েছে।
http://www.anandalokfoundation.com/