× Banner
সর্বশেষ
ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬ টি গাড়ি ভাঙচুর শান্ত বরিশালকে অশান্ত করতে মাঠে আওয়ামী লীগ  উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবা সম্পর্কিত গণশুনানি নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা বেনাপোলে বিজিবির অভিযানে ২ কোটি ৫৫ লক্ষ ৬১ হাজার টাকা মুল্যের ভারতীয় শাড়ি থ্রী-পিচ ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীসহ আটক-২ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি-ধর্ম উপদেষ্টা কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগ গৌরনদীতে বরিশাল জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বরিশাল আসছেন প্রধান বিচারপতিসহ চারজন বিচারপতি বরিশালে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর

আটোয়ারীতে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহন  ১৬জুন ( বৃহস্পতিবার ) সম্পন্ন হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ-এর সভাপতিত্বে দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক পঞ্চগড় অমল কৃষ্ণ মন্ডল এবং সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারন সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ।

শপথ বাক্য পাঠ শেষে স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান। নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশ্যে পরামর্শমুলক বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, বিশেষ অতিথি পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহাম্মেদ।

পরিষদ পরিচালনার ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা কামনা করে নব নির্বাচিত চেয়ারম্যানদের পক্ষ থেকে ৪নং রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ বক্তব্য দেন। অন্যান্যদের মধ্যে ৩নং আলোয়াখোয়া ইউনিয়নের সংরক্ষিত আসনের নব নির্বাচিত মহিলা সদস্য নুরীমা আক্তার ও ১নং মির্জাপুর ইউনিয়নের নব নির্বাচিত সাধারন সদস্য মোঃ মোজাক্কারুল ইসলাম বক্তব্য দেন।

শপথ গ্রহন অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও পরিষদের কর্মকর্তা-কর্মচারী, ৫ইউনিয়নের নব নির্বাচিত ৫ চেয়ারম্যান, ১৫ সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও ৪৫ সাধারন সদস্য এলাকার সুধিজন, বিভিন্ন শিক্ষাবিদ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান এবং  গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..