13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে কারেন্ট জাল বিক্রির অপরাধে ৫ জনের জেল জরিমানা

admin
August 8, 2016 11:30 pm
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে প্রায় ২হাজার ফুট কারেন্টজাল ৮ আগস্ট সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পেট্রোল ঢেলে প্রকাশ্যে জ্বালিয়ে দেয়া হয়। পঞ্চগড়ের আটোয়ারীতে কারেন্ট জাল বিক্রির অপরাধে ৫জনের জেল জরিমানার তথ্য পাওয়া গেছে।  ৭ আগস্ট রবিবার বিকেলে আটোয়ারী থানার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সহ এক অভিযান চালিয়ে ফকিরগঞ্জ বাজার হতে কারেন্টজাল বিক্রির সময় ৫জনকে আটক করে এবং প্রায় ২হাজার ফুট কারেন্টজাল জব্দ করে।

আটককৃতরা হলো উপজেলার রাধানগর গ্রামের হালিমের ছেলে পাভেল(১৫), গোয়ালের ছেলে তাহেরুল (৩২), আব্দুল আজিজের ছেলে তারিক (৩০), মৃত মফিজুলের ছেলে আঃ কাদের (৩০) ও মোঃ সস্রাট এর ছেলে বাদশা (১৫)। এসআই শফিকুল ইসলাম কর্তৃক মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন, ১৯৫০-এর ৪ক(১) ধারায় লিখিতভাবে অভিযোগ দায়ের করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারার বিধান মতে মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০-এর ৫(২)/(ক) ধারায় দোষী সাব্যস্ত করে বাদশাকে  ১হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড,পাভেকে ৫শত টাকা জরিমানা অনাদায়ে ২দিন বিনাশ্রম কারাদন্ড, তাহেরুলকে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ দিন বিনাশ্রম কারাদন্ড, তারিক কে ৫শত টাকা জরিমান অনাদায়ে ২ দিন বিনাশ্রম কারাদন্ড ও আ: কাদেরকে ১হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ দিন বিনাশ্রম কারাদন্ড  রায় প্রদান করেন। অভিযুক্তরা নগদ অর্থদন্ড প্রদান করে মুক্তিলাভ করেছে বলে তথ্যে জানাযায়।

http://www.anandalokfoundation.com/