13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আচরণ দেখে জানুন কে কেমন ব্যক্তিত্বের মানুষ

Rai Kishori
January 9, 2021 3:31 pm
Link Copied!

মানুষের প্রত্যেকটি আচরণ বলে দেয় সে কেমন মানুষ। আপনি কিভাবে বসতে পচ্ছন্দ করেন, কি খেতে পচ্ছন্দ করেন, ঘুরতে পচ্ছন্দ করেন কি না তার উপর নির্ভর করে আপনার ব্যক্তিত্ব কেমন হবে। চলুন জেনে নেওয়া যাক কার ব্যক্তিত্ব কেমন।

সকালে ঘুম থেকে ওঠেন:

যারা সকালে ঘুম থেকে উঠতে পচ্ছন্দ করেন বা উঠেন তাদের বেশিরভাগই দেখা যায় নিজেদের জীবনে অনেক সার্থক। কারণ সকালে ওঠা সার্থক মানুষের লক্ষণ।

গল্প করতে পচ্ছন্দ করেন:

অনেকেই আছে যারা খুব বেশি গল্প করতে পচ্ছন্দ করেন। এমন মানুষরা নয়ত খুব রাগী হয় নয়ত উদাসীন হয়।

মিষ্টভাষী:

যারা সবসময় ভালো কথা বলে, হাসিখুশি থাকে তারা দয়ালু মনের হয়। তবে অনেকে আছেন মুখে মিষ্টি কথা বলে কিন্তু অন্তরে বিষ। তাদের কিছু কাজকর্ম লক্ষ্য করে দেখলেই আপনি সহজেই বুঝতে পারবেন।

ভ্রমণপিয়:

যারা ঘুরতে ভালবাসেন তারা স্বাধীন,সামাজিক এবং বুদ্ধিমতি হয়।  কারণ সারা পৃথিবীতে ঘুরা বেড়াতে,অ্যাডভেঞ্চার করতে সাহস লাগে।

সুশৃঙ্খলিত:

মানুষ যারা বিশ্লেষণধর্মী, নিজের কাজের প্রতি মনোযোগী তারা শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করতে পচ্ছন্দ করেন। এদের ব্যক্তিত্ব অনেকটা সাজানো গোছানো মানুষের মত হয়।

বিশৃঙ্খল:

আপনি যদি অগোছালো হন, আপনার বিছানা বা টেবিল এলোমেলো রাখতে পচ্ছন্দ করেন তবে বুঝতে হবে আপনার মধ্যে সৃজনশীল কিছু না কিছু আছে।

সামাজিক:

আপনি যদি সামাজিক হয়ে থাকেন আর বেশিরভাগ মানুষ আপনাকে অনুসরণ করে তাহলে বুঝতে হবে আপনার মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে।

জন্মদিন মনে রাখা:

আপনি যদি আপনার কাছের এবং প্রিয় মানুষের জন্মদিন মনে রাখেন তবে বুঝতে হবে আপনি তাদেরকে অনেক বেশি গুরুত্ব দেন আপনার জীবনে।

মেডিটেশন:

আপনি যদি মেডিটেশন করে থাকেন তবে আপনার বুঝতে হবে আপনি অনেক শান্ত প্রকৃতির লোক এবং প্রয়োজন ছাড়া কোন বিষয়ে প্রতিক্রিয়া জানান না।

http://www.anandalokfoundation.com/