13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আচরণবিধি ভাঙ্গলে কাউকেই ছাড় দেওয়া হবে না

admin
December 15, 2015 7:36 am
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ মন্ত্রী-এমপিরা বিজ্ঞ লোক, তাঁরাই আইন প্রণয়ন করেন। কাজেই আশা করি, তাঁরা এ নির্বাচনে নিয়মের কোনো ব্যত্যয় করবেন না। তাই সবাইকে অনুরোধ করব আপনারা কেউ আচরণবিধি ভঙ্গ করলে বিব্রত হবেন, আমাদেরও ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় থাকবে না।  আচরণবিধি ভঙ্গকারী যেই হোক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না।

সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ এসব কথা জানান।

আসন্ন পৌর নির্বাচনে মোট বৈধ মেয়র প্রার্থীর সংখ্যা ৯২১ জন। যেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত ২৩৩ জন আর বিএনপির প্রার্থী সংখ্যা ২১৯। স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা সর্বোচ্চ ২৭১ জন।

আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪টি পৌরসভায় অনুষ্ঠেয় এ নির্বাচনের ৬টি এলাকাতে সরকারী দলের একক প্রার্থী রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহনেওয়াজ বলেন, ‘মন্ত্রী-এমপিরা বিজ্ঞ লোক, তাঁরাই আইন প্রণয়ন করেন। কাজেই আশা করি, তাঁরা এ নির্বাচনে নিয়মের কোনো ব্যত্যয় করবেন না। তাই সবাইকে অনুরোধ করব আপনারা কেউ আচরণবিধি ভঙ্গ করলে বিব্রত হবেন, আমাদেরও ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় থাকবে না।’

তিনি আরও বলেন, আচরণবিধি ভঙ্গকারী যেই হোক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না।

এখন পর্যন্ত পৌর নির্বাচনে কোনো প্রার্থীকে বাধা হয়েছে এমন সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে শাহনেওয়াজ বলেন, ‘কাউকে প্রার্থী হতে বাধা দেওয়া হয়েছে এমন কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে তা খতিয়ে দেখব এবং তার সত্যতা পেলে অবশ্যই সে অনুযায়ী ব্যবস্থা নেব।’

http://www.anandalokfoundation.com/