আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ কৃষক-কৃষানীদের বাস্তব অনুশীলনের মাধ্যমে উৎপাদন বাড়ীয়ে স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে কৃষি মন্ত্রনালয় ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি প্রজেক্ট (আইএপিপি) এর আওতায় বরিশালের আগৈলঝাড়ায় কৃষক অভিজ্ঞতা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ মে বৃহস্পতিবার সকালে উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আইএপিপি বরিশাল জেলা সমন্বয়কারী রাশেদ হাসানাতের সভাপত্বিত্ততে মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, গৈলা ইউনিয়ন চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা শ্রী সুভাষ মন্ডল. আইএপিপি উপজেলা সমন্বয়কারী দিপংকর বাড়ৈ ও রীতা দাস, সীতা রানী, পাপিয়া খানম, মৃত্যুঞ্জয় সরকার সহ বিভিন্ন প্রকল্পের সমন্বয়কারী আলোচনায় অংশ গ্রহন করেন।