আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃবরিশালের আগৈলঝাড়ায় অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিপক্ষের হামলায় এক বিধবা রক্তাক্ত জখম হয়েছে।
আহত ও অবিযোগ সূত্রে জানাগেছে উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রামের মৃত জালাল কবিরাজের স্ত্রী সাফিয়া বেগম (৪৫) ছেলে সন্তান ঢাকায় থাকায় বাড়ীতে একা থাকার সুযোগে প্রতিবেশী আঃ রশিদ প্রায়ই তাকে অনৈতিক প্রস্তাব দিত।
অনৈতিক প্রস্তাবে সাফিয়া রাজি না হওয়ার জের ধরে বুধবার সকালে আঃ রশিদ ও তার দুই ছেলে মেহেদি ও সাব্বির হামলা চালিয়ে বিধবা সাফিয়াকে রক্তাক্ত জখম করে বলে চিকিৎসাধীন সাফিয়া জানান। আহত অবস্থায় সাফিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার দায়ের প্রস্তুতি চলছে।