13yercelebration
ঢাকা

আগৈলঝাড়ায় উল্টো রথযাত্রা পালিত

Link Copied!

বরিশালের আগৈলঝাড়ায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে উল্টো রথযাত্রা পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বিভিন্ন বয়সী হাজার হাজার নারী-পুরষ ভক্ত কোদালধোয়া শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির থেকে রথ টেনে ইসকন পরিচালিত উপজেলা জগন্নাথ মন্দিরে এসে শেষ হয়।

একই দিন ভেগাই হালদার পাবলিক একাডেমী থেকে রথ টেনে নিয়ে যায় ভক্তরা। এছাড়াও উপজেলার বাহাদুরপুর, রথবাড়ি, রামানন্দেরআঁক, কাঠিরা ও গৈলার প্রসিদ্ধ রথখোলা নামক স্থানে উল্টো রথযাত্রা পালনের খবর পাওয়া গেছে।

http://www.anandalokfoundation.com/