পঞ্চাষোর্ধ বয়সী দুই সন্তানের জনকের সাথে পারিবারিকভাবে বিয়ে ঠিক করায় চিরকুট লিখে অভিমানে অনার্স পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা । ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামে রবিবার রাতে। পুলিশ সোমবার সকালে ঘটনাস্থল থেকে ছাত্রীর লাশ উদ্ধার করেছে। থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের হতদরিদ্র মাধব মন্ডলের মেয়ে সীমা মন্ডল (২২) ডাসার শেখ হাসিনা উইমেন্স কলেজে অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছিল। অতিসম্প্রতি সীমার পরিবার তাকে বিয়ে দেয়ার জন্য পঞ্চাষোর্ধ বয়সী এক ব্যক্তির সাথে বিয়ে ঠিক করে। ওই ব্যক্তির তৃতীয় ও ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া দুটি সন্তান রয়েছে বলে জানা গেছে।
সীমা পরিবারের সিদ্ধান্তের এই বিয়ে মেনে নিতে না পারায় অভিমানে রবিবার রাতে ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার কারন হিসেবে সীমা একটি চিরকুটে এসব তথ্য লিখে লিখে রেখে যায়।
খবর পেয়ে সোমবার সকালে এসআই মোশারেফ হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে সীমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত্যুর রহস্য উদঘাটন করতে সীমার বাবা মা’কে থানায় ডেকে আনা হয়েছে। এসআই মোশারেফ হোসেন জানান, মৃত্যুর কারন উদঘাটন করা যায়নি। চিরকুটের বিষয়ে তিনি অবগত নন জানিয়ে আরও বলেন এ ঘটনায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ মর্গে প্রেরণের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।