রাশিয়া অন্তত ৯০০টি মিসাইল বর্ষণ করেছে ইউক্রেনের উপর। ধীরে ধীরে তাদের ভাঁড়ারে টান পড়ছে। আগামী ১০ দিনের মধ্যে শেষ হতে চলেছে রাশিয়ার (Russia) যাবতীয় সামর্থ্য। এমনই দাবি করলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক আধিকারিক প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল বেন হজেস।
গত ২০ দিন ধরে একটানা রুশ আক্রমণ চলছে ইউক্রেনে। দেশটির বহু শহর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। তবে রাশিয়ারও যথেষ্ট পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। রুশ সেনা সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা এলাকায় হামলা চালিয়ে ২০ জনকে হত্যা করেছে ইউক্রেন।