জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম বিস্তার করা হবে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের বিচার দ্রুত করতে হবে। আগামীতে তরুণরাই রাষ্ট্র গঠন করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইমলাম।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান তিনি।
আহবায়ক বলেন, আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান বার বার ভেঙে পড়েছে, আমাদের একটি গণতান্ত্রিক সংবিধান গড়তে হবে। একটি নতুন প্রজাতন্ত্র গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান গণপরিষদ নির্বাচন প্রয়োজন। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় কাজ করবে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)।
তিনি বলেন, ‘২০২৪ গণঅভ্যুত্থানসহ সকল লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ নির্মাণ করবো। মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র পেলেও ফ্যাসিবাদের কারণে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে।
গণমাধ্যমের সাথে কথা বলার শেষে তারা রাজধানীর রায়ের বাজারে ২৪ এর গণঅভ্যুত্থানের নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
এ সময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্র তরুণদের এই দল জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেছে তারা।