14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

ডিএসসিসি মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে বিএনপি নেতা মীর নেওয়াজ আলীর উদ্যোগ

সিলেটে স্কুলছাত্রী ধর্ষণ ঘটনায় ৫ জনকে আসামী করে মামলা

বেনাপোল সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক

ভিন্নমত সত্ত্বেও সংসদে নারী প্রতিনিধিত্ব বিষয়ে সিদ্ধান্ত নিতে পেরেছি  -অধ্যাপক আলী রীয়াজ

রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার এই সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না -আইন উপদেষ্টা

স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের পর বিভিন্ন খাতে সক্ষমতা বৃদ্ধিতে করণীয় নির্ধারণে উচ্চ পর্যায়ের কমিটি গঠন

মাদারীপুরে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক দুই জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আজকের সর্বশেষ সবখবর

আইমার্ট ও কম্পিউটার মার্ট বন্ধে অনিয়মের অভিযোগ প্রবাসী ব্যবসায়ী আখতারুজ্জামানের

সুমন দত্ত
July 29, 2025 9:41 pm
Link Copied!

সুমন দত্ত: আইডিবি ভবনে থাকা আই মার্ট কম্পিউটার টেকনোলজি লিমিটেড ও কম্পিউটার মার্ট ইনক দোকান দুটি বন্ধ করতে অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন আমেরিকা প্রবাসী ব্যবসায়ী আখতারুজ্জামান খান। তিনি দোকান দুটির ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সিইও ছিলেন। মঙ্গলবার (২৯ জুলাই২০২৫) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দোকান দুটির সাবেক কর্মচারীরা।

আখতারুজ্জামান বলেন, তিনি দীর্ঘ ২৭ বছর যাবত আইডিবি ভবনে দোকান দিয়ে ব্যবসা করেছেন। আমেরিকায় থাকা অবস্থায় তার দোকান দুটি ২০১৬ সালে বন্ধ করে দেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশনাল ওয়াকফের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়াজ খান। এই দোকান বন্ধ করতে তিনি দোকান দুটির কর্তৃপক্ষকে কোনো নোটিশ প্রদান করেননি বলে জানান।

তিনি বলেন, দোকানে যেসব মালামাল ছিল তা কার জিম্মায় কে নিয়ে গেছে তা তিনি জানতে পারেননি। এতে তার ৮ কোটি ৮১ লক্ষ ৬০ হাজার টাকার ক্ষতি হয়। এ ঘটনা যখন ঘটে তখন তিনি এর বিচার চাইতে পারেননি। কারণ নিয়াজ খানের প্রভাব ছিল ওই সময়ে সবচেয়ে বেশি। এ নিয়ে বিচার চাইতে গেলে তিনি গুম হয়ে যেতেন। কারণ তিনি সেই সময়ে একজন ভিন্নমতাবলম্বী ছিলেন। অন্যদিকে নিয়াজ খান ছিলেন প্রখ্যাত পরিবহণ মাফিয়া শাহজাহান খানের চাচাত ভাই। আইডিবি ভবনে নিয়াজ খানের কথাই শেষ কথা। তার বিরুদ্ধে কোনো লোক কথা বলতে পারে না।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপট ভিন্ন হওয়ার কারণে তিনি দেশে এসে এই ঘটনার বিচার চেয়ে একটি সিআর মামলা করেছেন এবং এ বিষয়ে সংবাদ সম্মেলন করতে পারছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চান বর্তমান সরকার প্রশাসনের কাছে।

দ্যা নিউজ সংবাদদাতা এ সম্পর্কে আইডিবি ভবনের সিইও নিয়াজ খানের সঙ্গে দেখা করেন। তার বিরুদ্ধে আনিত অভিযোগ গুলোর বিষয়ে জানতে চান। নিয়াজ খান বলেন, বিষয়টি আদালতের বিচারাধীন থাকায় তিনি কোনো প্রশ্নের জবাব দেবেন না। তিনি বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থায় প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে। এখন ঘটনাটি তদন্ত করছে পিবিআই। তারা ইতিমধ্যে এ সংক্রান্ত বহু নথি নিয়ে গেছে। কিছুদিন পর তারা সম্পূর্ণ প্রতিবেদন আদালতে দাখিল করবে। তখন জনাব আখতারুজ্জামান সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এর আগে পুলিশ আমার কাছ থেকে একই নথি নিয়ে যায়। তাদের প্রতিবেদন পছন্দ হয়নি জনাব আখতারুজ্জামানের। যে কারণে এখন পিবিআই তদন্ত হচ্ছে।

দোকান বন্ধের বিষয়ে তিনি বলেন এসব কাজ তৎকালীন ডিসি এসপি করেছে। তিনি করেননি। তাই এ ঘটনায় তিনি কোনো পক্ষ নন বলে দাবি করেন। শাহজাহান খানের বিষয়ে প্রশ্ন করলে তিনি তাকে চাচাত ভাই বলে স্বীকার করেন। তারপর বলেন শাহজাহান খান যখন মন্ত্রী এমপি ছিলেন। তখন তিনি তার পরিচয় সবার কাছে দিতেন না। বর্তমানে এই শাহজাহান খানের বিষয়টি টেনে জনাব আখতারুজ্জামান এই ঘটনাটিকে ক্যাশ করতে চাচ্ছেন আমার বিরুদ্ধে। দোকান ইস্যুর সঙ্গে শাহজাহান খানের কোনো সম্পর্কই নেই। তিনি আখতারুজ্জামানকে পিবিআই তদন্ত পর্যন্ত অপেক্ষা করতে বলেন। তদন্তে যে রেজাল্ট আসবে ও আদালত যে সিদ্ধান্ত নেবে। তা মাথা পেতে নেবেন বলেন তিনি জানান।

http://www.anandalokfoundation.com/