তবে যোগ করা সময়ে প্রতিপক্ষের আত্মঘাতী গোল আবার ফিরিয়ে দেয় স্বস্তি। গত ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে হারের পর জয়ের ধারায় ফিরেছে মিকেল আর্তেতার দল।
প্রিমিয়ার লিগে শনিবার রাতে শেষ স্থানে থাকা উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে (ওলভস) ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। দুই গোলই আসে ওলভসের আত্মঘাতী ভুলে।
এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান পাঁচ পয়েন্টে বাড়িয়েছে আর্সেনাল। ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে, এক ম্যাচ কম খেলা ম্যান সিটির পয়েন্ট ৩১। ১৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ওলভস।
এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের প্রথময়ার্ধে গোল করতে পারেনি কেউই। মাঝমাঠ থেকে বল এগিয়ে নিয়ে গোল করার সুযোগ পেয়েছিলেন হোয়াং হি-চ্যান। তবে ডেভিড রায়ার কাছে সুযোগ নষ্ট করেন। একাধিক সুযোগ নষ্ট করেন আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।
৭০তম মিনিটে ওলভস গোলকিপার স্যাম জনস্টোনের গায়ে লেগে বল জালে জড়ায়। বুকায়ো সাকার কর্নার শট সোজা পোস্টে লেগে ফেরত আসে, ফিরতি বল জনস্টানের গায়ে লেগে গোল হলে এগিয়ে যায় আর্সেনাল।
৯০ মিনিটে টোলু আরোকোদারে গোল করলে সমতায় ফেরে ওলভস। ম্যাচ যখন ড্রয়ের দিকে, তখন যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সাকার ক্রসে হেড করতে গিয়ে নিজের জালেই বল পাঠান ইয়ারসন মোসকুয়েরা।
বদলি নামা গ্যাব্রিয়েল জেসুসের চাপেই এই ভুল করেন ওলভস ডিফেন্ডার। ঘরের মাঠে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
রোববার রাত ৮টায় ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি। তারা জিতলে আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে হবে দুই পয়েন্ট।