× Banner
সর্বশেষ
পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও বাসস্থান উন্নয়নে কাজ করছে সরকার ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা ও বিক্রয় নিষিদ্ধ প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকেট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের বাংলাদেশ ও এডিবির মধ্যে ঋণচুক্তি ও অনুদানচুক্তি স্বাক্ষরিত অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ অন্যতম প্রধান চ্যালেঞ্জ খাদ্য অপচয় ও ক্ষতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার দুর্গাপূজা পূজা উপলক্ষে ৮ দিনে ভারতে গেল ১০২.২১৪ মেট্রিকটন ইলিশ খুলনার পাইকগাছার বহুল আলোচিত টোল মিনারুলকে এনসিপি থেকে অবাঞ্ছিত ঘোষণা বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  টিকটকে পরিচয়ে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ: ফরিদপুরে গ্রেপ্তার ২

অলোক সেনের উপর হামলার প্রতিবাদে মাগুরায় মিছিল-সমাবেশ-মানববন্ধন

admin
হালনাগাদ: শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক অলোক সেনের উপর হামলার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শনিবার শহরের জজ কোর্টের সামনে মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের চৌরঙ্গীর মোড়ে বিক্ষোভ সমাবেশ করে।

মাগুরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাসুদেব কুন্ডু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদ্যুৎ কুমার সিংহ, সদর উপজেলা সাধারণ সম্পাদক পার্থ সারথী বিশ্বাস, সুপেন বসু, কানু তেওয়াড়ী, মুকুল সরকার প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলিপ সরকার।

সভা থেকে অবিলম্বে অলোক সেনের উপর হামলাকারিদের খুজে বের করে দ্রুত বিচারের আহবান জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..