× Banner
সর্বশেষ
নিয়মিত ও স্বতঃস্ফূর্তভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আহ্বান ভূমি উপদেষ্টার জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবে -স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন -প্রধান উপদেষ্টা ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে -আলী রীয়াজ সুন্দর বাসযোগ্য ভূমি রেখে যেতে নিজের অন্তরকে পরিষ্কার করার আহ্বান আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার রাজনৈতিক সংস্কৃতি পুনরুদ্ধারে নিয়ামক হিসেবে কাজ করবে গণভোট -ধর্ম উপদেষ্টা   জনগণকে শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত ২০২৫ সালে সংখ্যালঘুদের উপর ৬৪৫টি ঘটনাই উদ্বেগজনক বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ৩৪৪ ট্রাক, পাসপোর্টধারী যাতায়াত ১৬৫৬ জন

অমুসলিমদের নির্বাচন লড়তে না দেওয়ার আইন পাস পাকিস্তানে

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ পাকিস্তানে অমুসলিমদের বার কাউন্সিল নির্বাচন লড়তে না দেওয়ার আইন পাস হয়েছে। মুলতানের জেলার আইনজীবী সমিতির আইনজীবীদের দ্বারা আয়োজিত তেহফুজ-ই-খাতাম-ই নবুবত সম্মেলনে প্রস্তাবটি উপস্থাপন করা হয়।

সম্প্রতি ‘উজ-তেহফুজ-ই-নমুস-ই-রিসালাত’ নামে একটি প্রস্তাবকে পাঞ্জাবের মুলতান বার এসোসিয়েশনের উকিল দ্বারা সর্বসম্মতিক্রমে পাস করা হয়েছে। সেই প্রস্তাব অনুসারে, আহমদিয়া সহ কোনও অমুসলিম আইনজীবী মুলতান বারের নির্বাচনে অংশ নিতে পারবেন না।

এই প্রস্তাবটিতে বলা হয়েছে যে, বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী আইনজীবীদের ইসলাম সম্পর্কে তাদের ধর্ম প্রমাণের জন্য একটি হলফনামা জমা দিতে হবে।

তারপরে সমস্ত উকিলরা শপথ করেছিলেন যে তারা পেগেম্বর মহাম্মদ এর শপথ নিচ্ছেন। সম্মেলন শেষে পেগেম্বর মহাম্মদ সাহেবের এর বিষয়ের বই উকিলদের মধ্যে বিতরন করা হয়।

পাকিস্তানি হিন্দুরা বলেন, এরকম বর্বর ও  কট্টর মনোভাবাপন্ন দেশে সংখ্যালঘুরা কীভাবে সেখানে বাস করবে? যার ফলে আবারো স্পষ্ট হলো ঠিক কেন সে দেশের সংখ্যালঘুরা পালিয়ে ভারতে আশ্রয় নেয়। ঠিক এই জন্যই পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের ধর্মীয় নিপীড়নের শিকার সংখ্যালঘু হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পারসি, খ্রিস্টান সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে চলেছে ভারত সরকার।


এ ক্যটাগরির আরো খবর..