× Banner
সর্বশেষ

পিআইডি

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিনটি এলাকায় অভিযানে ২৩৭০ সংযোগ বিচ্ছিন্ন

অনলাইন ডেক্স
হালনাগাদ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
অবৈধ গ্যাস সংযোগ

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে আজ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি তিনটি ভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে।

 জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এই অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁও, ঢাকার করাইল বস্তি এবং গাজীপুরের কাশিমপুর থেকে বিপুল সংখ্যক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মিরেরটেক,  হাতুরাপাড়া এবং নয়াপুরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এই অভিযানে প্রায় ২.৫ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ৯০০টি আবাসিক বার্নার এবং একটি চুনা ভাটির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানকালে ২ ইঞ্চি ব্যাসের ১০০ ফুট এবং ১ ইঞ্চি ব্যাসের ৪০ ফুট এমএস পাইপসহ অন্যান্য প্লাস্টিক পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়েছে।

একই সময়ে ঢাকার করাইল বস্তি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এই অভিযানে মোট ১০৫০টি ডাবল বার্নারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়,  যার ফলে প্রতিদিন প্রায় ২২০৫০ ঘনফুট গ্যাস সাশ্রয় হবে। এখানে প্রায় ৫৬০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়েছে।

গাজীপুরের কাশিমপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সুরাবাড়ি ও দেওয়ান মার্কেট এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এই অভিযানে প্রায় ১৬০টি বাড়ির ৪২০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এসময় বিভিন্ন আকারের প্রায় ৬১০ ফুট পাইপ অপসারণ করা হয় এবং অবৈধ গ্যাস সরবরাহের ৭টি উৎসমুখ স্থায়ীভাবে বন্ধ (কিলিং) করে দেওয়া হয়। পাশাপাশি ১২টি অবৈধ রেগুলেটরও জব্দ করা হয়েছে।

এ সময় সকল অবৈধ বিতরণ লাইন স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..