ফরিদপুরের নগরকান্দা উপজেলার জসিম মাতুব্বর (২৬) অবশেষে পাচ্ছেন বহুল প্রতীক্ষিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড)। জন্ম থেকে দু’হাত না থাকা এই তরুণ পা দিয়ে লিখে এসএসসি ও এইচএসসি পাস করে এখন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়ছেন। কিন্তু এনআইডি না থাকায় এতদিন তার জীবনে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল।
বিষয়টি নিয়ে গনমাধ্যম এ সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন নিজ উদ্যোগে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জসিমের এনআইডি প্রাপ্তির প্রক্রিয়া সম্পন্ন করেন।
ইউএনও দবির উদ্দিন বলেন, “পত্রিকায় খবরটি দেখে জসিমের সঙ্গে যোগাযোগ করি এবং এনআইডি প্রাপ্তির জন্য সব কার্যক্রম সম্পন্ন করেছি। আশা করছি আগামী ৭ দিনের মধ্যে জসিম তার এনআইডি কার্ড হাতে পাবে।এসময় তিনি সংবাদিকদের ধন্যবাদ জানায় বিষয়টি তুলে ধরার জন্য।”
জসিম মাতুব্বর বলেন, “আমার দু’হাত না থাকলেও পা দিয়ে লিখে এসএসসি ও এইচএসসি পাস করেছি। বর্তমানে রাজেন্দ্র কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র আমি। অনেক ঘুরেও এনআইডি পাইনি। অবশেষে ইউএনও স্যারের প্রচেষ্টায় এনআইডি পেতে যাচ্ছি, এতে আমি অনেক আনন্দিত। কার্ড পেলে ভোটার হয়ে ভোট দিতে পারব, পাশাপাশি সরকারি-বেসরকারি চাকরির ক্ষেত্রেও এটি অনেক কাজে দেবে।”
জানা যায়, ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী গ্রামের হানিফ মাতুব্বরের ছেলে জসিম পড়াশোনার পাশাপাশি ফল ও শাক-সবজির ব্যবসা করে সংসার চালাচ্ছেন। গত তিন বছর ধরে বিভিন্ন দপ্তরে ঘুরেও এনআইডি না পাওয়ায় তিনি ভোটার হতে পারেননি এবং জীবনের অনেক সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
ইউএনও দবির উদ্দিন আরও বলেন, “জন্ম থেকে দুই হাত না থাকা সত্ত্বেও জসিমের অদম্য মনোবল ও অধ্যবসায় প্রশংসনীয়। তার মতো সংগ্রামী তরুণরা সমাজের জন্য অনুপ্রেরণা।”