পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় কলেজৃ ছাত্র আমিনুরের লাশ তিন দিনের মাথায় নদীতে পাওয়া গেছে। হত্যাকান্ডের তিন দিনের মাথায় বুধবার সকালে কপােতাক্ষ নদের আগড়ঘাটা থেকে তল্লাশী চালিয়ে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
এসময় শত শত মানুষ আমিনুরের লাশ পাওয়ার খবরে ভীড় করে। উল্লেখ্য, গত রবিবার রাত ৯টার দিকে উপজেলার শ্যামনগর গ্রামের ছুরমান গাজীর ছেলে,কপিলমুনি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আমিনুর রহমান (১৭) কে গদাইপুর গ্রামের জিল্লুর সরদারের ছেলে ফয়সাল সরদার (২০) মুক্তিপণের দাবিতে অপহরণের পর আগড়ঘাটা সংলগ্ন কপোতাক্ষ নদের পাড়ে কুপিয়ে হত্যার পর মৃতদেহ নদে ভাসিয়ে দেয়।
এ ঘটনায় নিহত কলেজ ছাত্রের পিতা বাদী হয়ে আটক ফয়সালকে আসামী করে থানায় হত্যা মামলা করে। যার নং-০৭, তাং ০৯/১১/২০২১ ইং।
আদালতে স্বীকারােক্তিমূলক জবানবন্দী দিয়েছে হত্যাকারী ফয়সাল। অন্যদিকে, খুনি ফয়সালের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
পুলিশি জিজ্ঞাসাবাদে আটক ফয়সাল জানায়, তার প্রেমিকার মােটরসাইকেল কেনার আর রক্ষা করতে সে আমিনুরকে অপহরণ করে তার পিতার কাছে মুক্তিপণ দাবি করে। তবে মুক্তিপণ নেওয়ার আগেই তাকে হত্যার ঘটনায় বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করেছে। ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।