× Banner
সর্বশেষ
আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া

অধিকাংশ বহুতল ভবনের গাড়ী পার্কিং অবৈধ দখলে

admin
হালনাগাদ: সোমবার, ২১ মার্চ, ২০১৬

রাজধানীর অধিকাংশ বহুতল ভবনের গাড়ী পার্কিংয়ের স্থানে রয়ে গেছে নকশা বহির্ভূত নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। রাজউকের উচ্ছেদ অভিযানের পরও কার্যত কোনও পরিবর্তন নেই গত কয়েক মাসে।

এদিকে, রাজউকের সম্মতিক্রমেই নকশা বহির্ভূত এসব ভবন নির্মিত হয়েছে বলে স্বীকার করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। তবে, এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে স্থায়ী পদক্ষেপ না থাকায় রাজউকের অভিযানকে লোক দেখানো বলে মন্তব্য করেন নগর পরিকল্পনাবিদরা।

রাজধানীর ফকিরাপুলের বহুতলা একটি ভবন। গাড়ি পার্কিং ব্যবস্থা রেখেই নির্মাণ করা হয়েছিল ভবনটি। তবে, সামান্য জায়গা ছাড়া সেখানে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে দোকানপাট।

পাশের ভবনটির ভূতলে গাড়ী পার্কিং ব্যবস্থা রয়েছে দাবি করা হলেও মূলত তাতে ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দেয়া হয়েছে।

রাজউকের ইমারত নির্মাণ আইনে ছয়তলার উপরে নির্মিত সকল ভবনে গাড়ী পার্কিংয়ের জায়গা রাখা বাধ্যতামূলক থাকলেও অধিকাংশ ভবনেই তা মানা হচ্ছেনা। ফলে রাস্তায় গাড়ী পার্কিং করায় যানজটের সৃষ্টি হচ্ছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজউকের বিশেষ অভিযানের পরও স্থায়ী কোন পরিবর্তন নেই।

রাজউক চেয়ারম্যান জয়নাল আবেদিন ভুঁইয়া বলেন, ‘রাজউক যদি প্রথম থেকেই কঠোর হস্তে দমন করত তাহলে অবৈধ স্থাপনা গড়ে উঠত না।’ অবৈধ স্থাপনা উচ্ছেদ স্থায়ী রূপ দিতে রাজউককে জবাবদিহিতার আওতায় আনার প্রতি গুরুত্ব দেন নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব।

তার মতে, রাজধানীকে পরিকল্পিত নগরী হিসেবে গড়তে তুলতে প্রয়োজন রাজউক ও সিটি কর্পোরেশনের সুনির্দিষ্ট ও সময় উপোযোগি সমন্বয়।


এ ক্যটাগরির আরো খবর..