ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

২০২৫ সালের মধ্যে পঞ্চম পারমাণবিক শক্তিধর দেশ হবে পাকিস্তান

admin
September 6, 2018 9:55 pm
Link Copied!

পাকিস্তান যেভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং প্লুটোনিয়াম উৎপাদন বাড়াচ্ছে, তাতে আগামী ২০২৫ সালের মধ্যেই দেশটি পঞ্চম বৃহত্তম পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হবে বলে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে।

গত ৩১ আগস্ট ‘ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস’র সদস্যদের ‘বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টস’ প্রতিবেদনটি প্রকাশ করে।

১২ পৃষ্ঠার এই প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ধারাবাহিকভাবে পারমাণবিক অস্ত্রের সংখ্যা, বিতরণ পদ্ধতি এবং পারমাণবিক বিস্ফোরণ সহনশীল উপকরণ উৎপাদন ইন্ডাস্ট্রি বাড়িয়ে যাচ্ছে। এটা চলতে থাকলে ২০২৫ সালের মধ্যে দেশটির পারমাণবিক অস্ত্রের সংখ্যা ২২০ থেকে বেড়ে ২৫০ হয়ে যাবে।

‘বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টস’র এই প্রতিবেদন গতকাল বুধবার প্রকাশ করে লন্ডন ভিত্তিক সাময়িকী ‘জেন’স ডিফেন্স উইকলি’। উল্লেখ্য, সাময়িকীটি মিলিটারি ও করপোরেট বিষয়গুলো নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে থাকে।

বৃহস্পতিবার(৬ সেপ্টেম্বর ২০১৮) সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম খালিজ টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়।

http://www.anandalokfoundation.com/