স্টাফ রিপোর্টারঃ আগামী ১৫ অক্টোবর বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফর সফল করতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত বৃহস্পতিবার রংপুর বিভাগীয় কমিশনার ও কুড়িগ্রাম জেলা প্রশাসককে চিঠি দেয়া হয়েছে। চিঠি পাওয়ার কথা স্বীকার করে কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ফুলবাড়ী হেলিপ্যাডে নামার পর গংগারহাট হয়ে সড়কপথে দাসিয়ার ছড়ায় যাবেন। দাসিয়ারছড়ায় ইউনিয়ন কমপ্লেক্স ও বিদ্যুৎ সংযোগসহ মোট ২২টি ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। সে কারণে ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে (ইউএনও) দাসিয়ারছড়ায় সম্পৃক্ত করা হয়েছে। সার্বক্ষণিক দাসিয়ারছড়া ছিটমহলের মনিটরিং করা হচ্ছে।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সাজ সাজ রব চলছে কুড়িগ্রামের দাসিয়ারছড়া ছিটমহলের সর্বত্র। দীর্ঘ ৬৮ বছরের আবদ্ধ জীবন থেকে মুক্তি পেয়েছেন যার ভূমিকায় সেই নেত্রীকে বরণ করে নিতে দাসিয়াছড়ায় ঘরে ঘরে চলছে প্রস্তুতি। বঙ্গবন্ধুর ছবিসহ প্রধানমন্ত্রীর ছবি হাতে নিয়ে তারা পাড়ায় পাড়ায় করছেন মিছিল মিটিং। সেখানেও যোগ দিচ্ছেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শ্লোগান চলছে “ইন্দিরা-মুজিব চুক্তি, শেখ হাসিনা দিল মুক্তি।” “হাসিনা মায়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম।” “হাসিনা আমার অভিভাবক, করবে এবার উন্নয়ন।”
প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে গত বুধবার গংগারহাট হাইস্কুল মাঠে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। দায়িত্ব দেয়া হয় বিভিন্ন কাজে নেতাকর্মীদেরকে। স্থানীয় নেতাদের ছবিসহ ফেস্টুন ব্যানারে ছেয়ে গেছে রাস্তার দু’ধারসহ বিভিন্ন স্থানে। নবীন নেতাদের ছবি যুক্ত ব্যানারে শোভা পাচ্ছে এখন দাসিয়ারছড়ায়। বাংলাদেশের মানচিত্রে অন্তর্ভুক্ত দাসিয়ারছড়াসহ অন্য ছিটমহলগুলো ডিজিটাল বাংলার ছোঁয়া লাগার জন্য উঠে পড়ে লেগেছে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। তাই মুক্তি পাওয়া মানুষগুলোর ভাগ্য পরির্বতনের জন্য নতুন একটি ইউনিয়ন উপহার দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। নামকরণ করা হয় মুজিব-ইন্দিরা দাসিয়ারছড়া ইউনিয়ন।
দাসিয়ারছড়া ছিটমহলটি উপজেলায় অন্তর্ভুক্ত হওয়ায় এটিসহ এখন সাতটি ইউনিয়নের যাত্রা শুরু হবে ঘোষণার পর। সে জন্য সবধরনের কার্যক্রম প্রায় শেষ প্রান্তে। দাসিয়ারছড়ায় উন্নয়নের জন্য ফুলবাড়ী উপজেলার বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে চলছে জোরেসোরে কাজ। ইতিমধ্যেই পল্লীবিদ্যুতের লাইন দেয়া হয়েছে দুই কিলোমিটার। যার সুবিধা পাবে ৯৩টি পরিবার। এছাড়াও আরও পাঁচ কিলোমিটারের কাজ চলছে সেখানে। ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিক তিনটি, প্রাথমিক বিদ্যালয় তিনটি, মাধ্যমিক বিদ্যালয়, বালিকা বিদ্যালয় ও একটি মাদ্রাসার জায়গা নির্ধারণ করে ঘর নির্মাণ করা হয়েছে। অস্থায়ী একটি পুলিশ ফাঁড়ি দেয়া হয়েছে। টেলিফোন লাইন সংযোগ দেয়ার জন্য উপজেলা সদর থেকে ৪ কি.মি. দূর হলেও রাস্তার পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দাসিয়ারছড়ায়।
কালিরহাট বালিকা বিদ্যালয়ের মাঠে হবে প্রধানমন্ত্রীর জনসভা। দ্বিতীয় জনসভা হবে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে। ফুলবাড়ী থেকে সড়ক পথে দাসিয়ারছড়ায় যাবেন তিনি। সে কারণে সরকারটারী থেকে দাসিয়ারছড়ার মূল বাজার কালিরহাট পর্যন্ত দুই কি.মি. পাকা সড়কের কাজ দ্রুতগতিতে চালিয়ে যাচ্ছে উপজেলা প্রকৌশলী। প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে ফুলবাড়ী হেলিপ্যাডে নামার পর গংগারহাট হয়ে সড়ক পথে দাসিয়ার ছড়ায় যাবেন। সেখানে ইউনিয়ন কমপ্লেক্সও বিদ্যুৎসহ ২২টি অধিদপ্তরে ফলক উন্মোচন করার কথা রয়েছে। এনিয়ে ফুলবাড়ী উপজেলায় শেখ হাসিনা তৃতীয়বারের মতো সফর করছেন। তিনি ১৯৮৮ ও ১৯৯৪ সালে আওয়ামী লীগ সভানেত্রী ও বিরোধী নেত্রী হিসেবে এলেও এবারে প্রধানমন্ত্রী হিসেবে সফরে আসছেন।