ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

১৩ ফেব্রুয়ারী সিলেটে আন্তর্জাতিক ক্বিরাত ও নাশীদ মাহফিল

admin
February 11, 2019 6:04 pm
Link Copied!

মাহম্দু খান, নিজস্ব প্রতিবেদক: ক্বিরা’আতুল কুরআন সিলেট এর সার্বিক ব্যবস্থাপনায় ও আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর পরিবেশনায় আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ক্বারী ও ইসলামী সংগীত শিল্পীদের অংশগ্রহণে আন্তর্জাতিক ক্বিরাত ও নাশীদ মাহফিল ২০১৯ আগামী ১৩ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যা ৬ ঘটিকা হইতে সিলেটের চন্ডিপুলস্থ কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্টিত হইবে।

অনুষ্টানে ক্বিরাত তিলাওয়াত করবেন শায়খ ইয়াসির মাহমুদ শারকাওঈ (মিশর), শায়খ আব্দুর রহমান সা’দিয়ান (দক্ষিণ আফ্রিকা), শায়খ আহমাদ বিন ইউসুফ আল আযহারী (বাংলাদেশ), ক্বারী হামীদ শাকেরনেজাদ (ইরান), ক্বারী ইয়াশার চৌহাদার (তুরস্ক), ক্বারী নো’মান পিমবায়াবায়া (ফিলিপাইন), নাশীদ পরিবেশন করবেন জাগ্রত কবি মুহিব খান, সুলতান মাহমুদ (সবুজকঁড়ি), আবু রায়হান (কলরব), ইকবাল মাহমুদ (কলরব) প্রমুখ।

অনুষ্টানে অংশগ্রহণের লক্ষে রেজিস্ট্রেশনের জন্য +৮৮০১৭২৮৫৭৫২৫৮ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

http://www.anandalokfoundation.com/