13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

হিন্দু আইনের পরিবর্তন সম্প্রদায় ধ্বংসের সামিল

Rai Kishori
July 13, 2019 7:01 pm
Link Copied!

রাই কিশোরীঃ হিন্দু পা‌রিবারিক আইনের কোন প‌রিবর্তন হ‌বে শাস্ত্র প‌রিপন্থী এবং সম্প্রদায়‌কে ধ্বং‌স করার সা‌মিল, যা হিন্দু সম্প্রদায়‌ কোন ম‌তেই মান‌তে পারেনা। তাই ভ‌বিষ্য‌তে উক্ত আইন নি‌য়ে যেকোন প্রকার ষড়যন্ত্র স‌ম্মি‌লিতভা‌বে প্র‌তি‌রোধ করার আহবান হিন্দু পা‌রিবা‌রিক আইন পরিবর্তন প‌্র‌তি‌রোধ ক‌মি‌টির।হিন্দু আইনের পরিবর্তন সম্প্রদায় ধ্বংসের সামিল
আদ্য ১৩ জ‌ুলাই ২০১৯ রোজ শ‌নিবার সকাল ১০:৩০ মি‌নি‌টে হিন্দু পা‌রিবা‌রিক আইন পরিবর্তন প‌্র‌তি‌রোধ ক‌মি‌টির উ‌দ্যোগে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ স‌ম্মেল‌ন ও গোল টেবিল বৈঠকে এসব বক্তব্য তুলে ধরেন উক্ত কমিটির নেতৃবৃন্দ।
সংবাদ স‌ম্মেল‌নে বক্তারা ভ‌বিষ্য‌তে উক্ত আইন নি‌য়ে যেকোন প্রকার ষড়যন্ত্র স‌ম্মি‌লিতভা‌বে প্র‌তি‌রোধ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উক্ত আই‌নে যে‌কোন ধর‌ণের হস্ত‌ক্ষেপ হ‌তে বিরত থাকার জন্য সরকা‌রের প্র‌তি জোর দাবী জানা‌নো হয় ।
লোচনায় অংশগ্রহণ ক‌রেন অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস, ডঃ জে‌ কে পাল, সাবেক ডিআইজি সত্য রঞ্জন বারুই, লেঃ কঃ নিরঞ্জন ভট্টাচার্য্য, এডঃ নারায়ন চন্দ্র দাস, এডঃ গো‌বিন্দ চন্দ্র প্রামা‌ণিক, রতন চন্দ্র পাল, ডঃ নলী‌নি রঞ্জন বসাক, সোমনাথ দে, শংকর সরকার, শ্যামল কুমার রায়, পলাশ দে, রবীন্দ্রনাথ বর্মন, গৌতম কুমার এদবর, কনক কা‌ন্তি সাহা, গৌতম গাঙ্গুলী, রাজীব ভদ্র, সাগর কর্মকার, অর্জুন বসু, এল কৃষ্ণ দাস, দেবু সরকার (দেবু), রাখী রানী গুহ, এডঃ প্র‌তিভা বাগচী, এডঃ লাকী বাছার, প্রদীপ কুমার দে, রা‌জেশ নাহা, প্রভাত ঘোষ আপন, এডঃ সুমন রায়, শ্যমল ঘোষ, সা‌জেন কৃষ্ণ বল প্রমূখ।
http://www.anandalokfoundation.com/