রাই কিশোরীঃ হিন্দু পারিবারিক আইনের কোন পরিবর্তন হবে শাস্ত্র পরিপন্থী এবং সম্প্রদায়কে ধ্বংস করার সামিল, যা হিন্দু সম্প্রদায় কোন মতেই মানতে পারেনা। তাই ভবিষ্যতে উক্ত আইন নিয়ে যেকোন প্রকার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করার আহবান হিন্দু পারিবারিক আইন পরিবর্তন প্রতিরোধ কমিটির।
আদ্য ১৩ জুলাই ২০১৯ রোজ শনিবার সকাল ১০:৩০ মিনিটে হিন্দু পারিবারিক আইন পরিবর্তন প্রতিরোধ কমিটির উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন ও গোল টেবিল বৈঠকে এসব বক্তব্য তুলে ধরেন উক্ত কমিটির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তারা ভবিষ্যতে উক্ত আইন নিয়ে যেকোন প্রকার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উক্ত আইনে যেকোন ধরণের হস্তক্ষেপ হতে বিরত থাকার জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয় ।
উক্ত সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন জাতীয় সমাজ সংস্কার সমিতি, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন), শ্রীশ্রী ভোলাগিরি আশ্রম, প্রণব মঠ, মহানাম সম্প্রদায়, বিশ্ব হিন্দু পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, শারদাঞ্জলী ফোরাম, জাগো হিন্দু পরিষদ, সনাতন বিদ্যার্থী পরিষদ, হিন্দু ল’ইয়ার্স অর্গানাজেশন, মাইনোরিটি জনতা পার্টি, বাংলাদেশ হিন্দুলীগ, বাংলাদেশ ব্রাহ্মন সমাজ, পতঞ্জলী যোগ সংঘ সহ ২৬ টি প্রধান হিন্দু সংগঠন ও মঠ মন্দির সমূহ ।