ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

হিন্দুদের ওপর সব ধরনের জুলুম-নির্যাতন বন্ধে হস্তক্ষেপ করবেন বিজেপি নেতা

admin
June 4, 2016 10:00 am
Link Copied!

বিশেষ প্রতিবেদক : বাংলাদেশের হিন্দুদের ওপর সব ধরনের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার প্রয়োজনে হস্তক্ষেপ করবে, বললেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অরুণ হালদার।

গতকাল শুক্রবার সুপ্রিম কোর্ট বার ভবনে শহীদ শফিউর রহমান মিলনায়তনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন বাংলাদেশের জাতীয় সংসদে হিন্দুদের সংরক্ষিত  আসনের জন্য প্রয়োজনে হস্তক্ষেপ করবেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ ল টাইমসের সম্পাদক অ্যাডভোকেট এস এন গোস্বামী বলেন, বাংলাদেশের জনগণ অসাম্প্রদায়িক, কিন্তু রাষ্ট্র সাম্প্রদায়িক। তাই হিন্দু জনগণের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক মুক্তি ও সাংস্কৃতিক বিকাশ সাধনের জন্য সংসদে সংরক্ষিত আসন প্রতিষ্ঠা করতে হবে। হিন্দুদের অর্থনৈতিক মুক্তির জন্য অর্পিত সম্পত্তির ক ও খ তফসিল নিয়ে খেলা বন্ধ করতে হবে এবং মঠ ও মন্দির ধ্বংস বন্ধ করতে হবে হিন্দুদের ওপর জুলুম-নির্যাতন বন্ধের দাবি জানান তিনি।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ্র চন্দ্র প্রামাণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জয়ন্ত সেন।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০১৬ সালের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান শেষে হিন্দু জাগরণী সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান করেন।

 

http://www.anandalokfoundation.com/