‘ মত ও পথের ঊর্ধ্বে সনাতন ধর্মের স্বার্থে ‘ এই স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছে এই সংগঠনটি। সংগঠনটির নাম সনাতন সম্প্রীতি পরিষদ ( এস এস পি ) । এটি একটি ধর্মীয় ও অরাজনৈতিক সংগঠন ।
আজ (২০ ডিসেম্বর ) বিকেলে এই সংগঠনের তরফ থেকে আগামী দুই বছরের জন্য ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হন শ্রী কমলেশ ভদ্র, সধারন সম্পাদক শ্রী জটিল জয়ধর, সাংগঠনিক সম্পাদক শ্রী মিলন রায়, অর্থ বিষয়ক সম্পাদক শ্রী পিযুষ পান্ডে, দপ্তর সম্পাদক শ্রী শংকর সরকার, সমাজকল্যাণ সম্পাদক শ্রী বিমল বিশ্বাস সহ আরও অনেকে এই কমিটিতে রয়েছেন। আজকের সভার সভাপতি হয়েছিলেন পলাশ বিশ্বাস, প্রধান অতিথি দিপঙ্কর মধু, বিশেষ অতিথি শিপন তালুকদার, দি নিউজের ডেস্ক রিপোর্টার অভিজিৎ পান্ডে সহ আরো অনেকে।
পবিত্র গীতা পাঠ ও মোমবাতি প্রজ্বলন করে এর শুভ শুচনা করা হয়। পরবর্তীতে সভাপতি শ্রী পলাশ বিশ্বাসের
উক্ত সভার সভাপতি পলাশ বিশ্বাস, প্রধান অতিথি দিপঙ্গকর মধু ও বিশেষ অতিথি শিপন তালুকদার সহ সবাই মিলে আগামী দিনের কার্যকা্রী কমিটি প্রকাশ করেন। কমিটির সার্বিক বিষয় নিয়ে প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্য রাখেন। আগামি দিনে সনাতন সম্প্রীতির পরিচালনা ও লক্ষ্য নিয়ে দিকনির্দেশনা মুলক আলোচনা করেন। সর্ব শেষে সভাপতি তার দিকনির্দেশনা মূলক বক্তব্য ও পরম করুনাময় ঈশ্বর কে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত ঘোষনা করা হয়।
উক্ত সংগঠনের আদর্শ সমূহঃ
পরস্পরিক ঐক্য, ধর্ম চর্চা, বিশ্বাস, সততা, কর্ম, শিক্ষা ও সাবলম্বীতা সাধন ।
লক্ষ্য ও উদ্দেশ্যঃ
১/ সনাতন ধর্ম প্রচার ও সুরক্ষার জন্য সনাতন ধর্মাবলম্বীদের উদ্বুদ্ধ করা।
২/ নির্যাতিত ও নিপীড়িত সনাতনী সম্প্রদায়ের পাশে থাকা ও সব ধরনের সহযোগীতা প্রদান করা।
৩/ সনাতন ধর্মাবলম্বীদের গোত্র বিভেদ ও ধর্মীয় কুসংস্কার দূর করা।
৪/ সনাতন ধর্মাবলম্বীদের ধর্মান্তরিত রোধে সচেতনতা বৃদ্ধি করা।
৫/ মন্দিরে মন্দিরে গীতা পাঠের আয়োজন করা ও ধর্মীয় স্কুল প্রতিষ্ঠা করা।
৬/ ধর্মীয় মূল্যবোধ অর্জনের লক্ষে পূজা-পার্বণ, গীতা পাঠ, সভা ও সেমিনারের আয়োজন করা।
৭/ সকল সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন গুলোকে একত্রিত করণে উদ্বুদ্ধ করা।
৮/ নিজ জনগোষ্ঠীর উন্নয়ন কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সংঘের সদস্যদের সচেতন করে তোলা।
৯/ অসচ্ছল পরিবারে মেধাবী শিক্ষার্থীদের উচ্চ ও কারিগরি শিক্ষা গ্রহনে উৎসাহ প্রদান সহ তাদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করা।
১০/ শিক্ষা ও স্বাস্থ সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্কুল, কলেজ ও ক্লিনিক প্রতিষ্ঠা করা।