(ঢাকা ২০ ডিসেম্বর, ২০১৯): ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস চেয়ার স্যার ফজলে হাসান আবেদ-এর ইন্তেকালে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোক বার্তায় মন্ত্রী আরও জানান, মহান মুক্তিযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে ব্র্যাক প্রতিষ্ঠা করে স্যার ফজলে হাসান আবেদ দেশের দারিদ্র্য বিমোচন ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখার পাশাপাশি বিশ্ব পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। দারিদ্র বিমোচন এবং দরিদ্রের ক্ষমতায়নে বিশেষ ভূমিকার জন্য জাতি তাঁকে স্মরণে রাখবে।
জনাব সাইফুজ্জামান চৌধুরী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।