গাজীপুর প্রতিনিধি: শনিবার (১৪ মে) ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুরের সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচ লাখ টাকার ক্ষয়–ক্ষতি হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। শহরের মোঘরখাল এলাকায় নরসন্ধ্যা সোয়েটার কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ও টঙ্গী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান এ খবর নিশ্চিত করেন।