সিলেট জেলার সীমান্তবর্তী গোয়াইনঘাট থেকে ১৪২ বস্তা ভারতীয় চিনির চালান জব্দ করেছে পুলিশ। ০১ অক্টোবর রোববার সোয়া ১২টার দিকে পশ্চিম জাফলং ইউনিয়নের পান্তুমাই গ্রামে বরকত উল্লাহর বাড়ির উঠান থেকে চিনির বস্তাগুলো জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলার সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. সম্রাট তালুকদার বলেন, পান্তুমাই সাকিনে বরকত উল্লাহর বাড়ির উঠানে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রাখা ৫০ কেজি ওজনের ১৪২ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি পালিয়ে যায়। তবে পলাতকদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তারা হলেন ডালিম মিয়া (২২), শাকিল (১৮), সালেহ আহমেদ (২২), জুয়েল (২২), আব্দুল মজিদ (৪২) ও সিদ্দিক (৫০)।
তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।