ডেস্ক রিপোর্টঃ সিরিয়ায় রুশ বিমান হামলার সমালোচনায় এবার সরব হলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের মিত্র রাশিয়া ও ইরানের জন্য সামনে বিপদ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
হোয়াইট হাউজে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওবামা বলেন, আইএস জঙ্গি নয় বরং প্রেসিডেন্ট আসাদের ক্ষমতা পাকাপোক্ত করতে পশ্চিমা মদদপুষ্ট বিদ্রোহীদের ওপর হামলা চালাচ্ছে রাশিয়া। যা কেবল আইএস জঙ্গিদেরই শক্তিশালী করছে। সরকার বিরোধী সশস্ত্র বিদ্রোহীদের সবাই বর্বর-রাশিয়ার এমন দাবি নাকচ করে প্রেসিডেন্ট আসাদকে সন্ত্রাসী বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। আইএস জঙ্গিদের তুলনায় সিরিয়ার বিদ্রোহীদের অনেক সহনীয় উল্লেখ করে ওবামা বলেন, রাশিয়ার সাথে ছায়াযুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র। এদিকে, শুক্রবার তৃতীয় দিনের মতো সিরিয়ায় আইএস জঙ্গিদের শক্ত ঘাঁটি রাকবায় বিমান হামলা চালিয়েছে রাশিয়ার যুদ্ধ বিমান। এতে, অন্তত ১২ আইএস জঙ্গি নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস্।