সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে হরতাল ও অবরোধ চলাকালে পেট্রলবোমা হামলা ও পান ব্যবসায়ী গনেশ দাস হত্যা মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চুসহ সিরাজগঞ্জ জেলা বিএনপির ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত।
গতকাল বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাফরোল হাসান এই আদেশ প্রদান করে।
গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস, পৌর বিএনপির সভাপতি নাজমুল হাসান রানা, জেলা যুবদলের সভাপতি আবু সাঈদ সুইট, সিরাজগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মুন্সি নিবিরসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের কর্মকর্তা আব্দুর রশিদ মামলার নথির বরাত দিয়ে জানান, ২০১৫ সালের ৩১ জানুয়ারী হরতাল-অবরোধ চলাকালে সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাতিতে পেট্রল বোমা হামলায় পান ব্যবসায়ী গনেশ দাস নিহত হয়। এই অভিযোগে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল হোসেন বিএনপি, ছাত্রদল, যুবদলের ১১৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩০জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি দুটি ভাগে ভাগ করা হয়। একটি ৩০২ ধারায় হত্যা মামলা অপরটি বিশেষ ক্ষমতা আইনের ধারায় (এসটি ১৭২/১৬) মামলা। দুটি মামলায় একই নেতাকর্মীদের আসামি করা হয়।
মামলার তদন্ত শেষে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি মজিবুর রহমান লেবু, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, মুন্সি কামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সহ-সাংগঠনিক সম্পাদক নুর কায়েম সবুজ, সদর থানা বিএনপির সাধারন সম্পাদক অমর কৃষ্ণ দাস, সিরাজগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাজমুল হাসান রানা, সাধারন সম্পাদ মুন্সি জাহেদ আলম, জেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন রাজেশসহ ১২৯ নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়।
গত ২২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ অতিরিক্ত মুখ্য বিচারক হাকিমের (আমলি আদালত-১) আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম। ওইদিনই মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে বদলি করা হয়।
বৃহস্পতিবার আসামিদের হাজির হয়ে বদলি জামিন নেওয়ার জন্য আদেশ দেওয়া হয়। এরই প্রেক্ষিতে বিএনপির ৮১ নেতাকর্মী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে বদলি জামিনের আবেদন করে। বিচারক তাঁদের জামিন মঞ্জুর করে ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।