14rh-year-thenewse
ঢাকা আজ রবিবার মে 4, 2025
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীর হামলার বড়সড় প্রভাব বিনোদন জগতে, কি সিদ্ধান্ত নিলেন শাহরুখ পুত্র?

ডেস্ক
April 26, 2025 11:50 am
Link Copied!

কাশ্মীর হামলার ঘটনা বড়সড় প্রভাব ফেলেছে বিনোদন জগতে। একজোট হয়ে প্রতিবাদে সোচ্চার হতে দেখা গিয়েছে নামীদামী তারকাদের। পহেলগাঁও হামলার জেরে সম্প্রতি বড় সিদ্ধান্ত নিয়েছেন গায়ক অরিজিৎ সিং। নিজের কনসার্ট বাতিল করেছেন তিনি। এবার পদক্ষেপ করলেন শাহরুখ খান পুত্র আরিয়ান খানও।

আগামীকাল শহরে আসার কথা ছিল আরিয়ানের। নিজের পানীয়ের ব্র্যান্ড কলকাতায় লঞ্চের পাশাপাশি একটি গ্র্যান্ড পার্টির আয়োজনও করেছিলেন তিনি। বহু তারকা খচিত সেই পার্টি বাতিল করা হয়েছে। পহেলগাঁওতে যা ঘটেছে তারপর আর আনন্দ করার কথা ভাবতেই পারছেন না তাঁরা। সেই কারণে পার্টি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, টলিপাড়া থেকে নুসরত জাহান, শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে মিমি চক্রবর্তী, রুক্মিণী মৈত্র, ঐন্দ্রিলা সেন, সুস্মিতা চট্টোপাধ্যায়, তৃণা সাহার মতো অভিনেত্রীরা নাকি আমন্ত্রণ পেয়েছিলেন ওই পার্টির (Aryan Khan)। অন্যদিকে বলিউড থেকে সুহানা খান, অনন্যা পাণ্ডে, শানায়া কাপুর এবং প্রীতি জিন্টার থাকার কথা ছিল পার্টিতে। পাশাপাশি কেকেআর এর কয়েকজন তারকা ক্রিকেটারও উপস্থিত থাকার কথা ছিল বলে শোনা গিয়েছিল। উল্লেখ্য, আগামীকাল ২৬ শে এপ্রিল কলকাতা বনাম পঞ্জাবের খেলা রয়েছে ইডেনে।

অন্যদিকে আগামী ২৭ শে এপ্রিল চেন্নাইয়ে কনসার্ট হওয়ার কথা ছিল অরিজিতের। কিন্তু কাশ্মীরে হামলার ঘটনায় বাতিল হল সেই কনসার্ট। কনসার্টের আয়োজকদের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে কনসার্ট বাতিলের কথা জানিয়ে বলা হয়েছে, এই সিদ্ধান্ত শুধু আয়োজকদের একার নয়। মিলিত ভাবে অর্থাৎ অরিজিতের (Arijit Singh) থেকে মত নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা টিকিট কেটে ফেলেছেন ইতিমধ্যেই, তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/