সাতক্ষীরায় সড়কের পাশে গাছে ঝোলানো বাজারের ব্যাগ। উপস্থিত জনতা খুলে দেখতে পান সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক।
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গোলখালী শ্মশানঘাট এলাকায় রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
রোববার সন্ধ্যায় গোলখালী বিলে মৎস্যঘেরে যাচ্ছিলেন ঘেরমালিক ইসরাইল গাজী। শ্মশানঘাট থেকে প্রায় ১০০ গজ দূরে পৌঁছালে সড়কের পাশে গাছে বাজারের ব্যাগ ঝুলতে দেখেন তিনি সহ স্থানীয়রা।
ব্যাগ খুলে দেখেন এক ছেলে নবজাতক। এ সময় তারা তড়িঘড়ি করে নবজাতক শিশুটিকে সদরের সার্জিক্যাল ক্লিনিকে নিয়ে ভর্তি করেন।
সদরের সার্জিক্যাল ক্লিনিকের ডা. শেখ মাসুদুর রহমান জানান, বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। আমরা সব ধরনের চিকিৎসা দিয়েছি।