যশোর অফিসঃ যশোর -৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ জগতে এসেছেন অনাচার, অন্যায়, অবিচার রোধ করে মানুষের শান্তিময় জীবনের জন্যে। সবধর্মের শিক্ষা হচ্ছে শান্তিপ্রতিষ্ঠা। মানুষের উপকার যাতে হয়- ধর্ম সে শিক্ষায় দেয়। কিন্তু অপব্যাখ্যা করে মানুষই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
শনিবার সকালে যশোর টাউন হল ময়দানে যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলায় কেউ হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ বা অন্য সম্প্রদায়ের মানুষ নয়; সকলেই এদেশের নাগরিক। সবাই মিলেমিশে থাকবে বলেই দেশ স্বাধীন করেন তিনি। বর্তমান সরকার অসাম্প্রদায়িক দাবি করে তিনি বলেন, বাংলার সব মানুষ যেন সমান অধিকার নিয়ে শান্তিতে বসবাস করতে পারেন, বর্তমান প্রধানমন্ত্রীী শেখ হাসিনা সেই অঙ্গীকারকে সামনে রেখেই কাজ করছেন। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুন্ডু সভাপতিত্বে প্রধান অতিথি কাজী নাবিল আহমেদ আরও বলেন, ১৯৪৭ সাল থেকে আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন শুরু হয়। ৮০-৯০ এর দশকেও তা অব্যাহত ছিল। ২০০১ সালে নির্বাচনের পরে দেশে অতিমাত্রায় নির্যাতনের শিকার হন হিন্দু ধর্মাবলম্বীরা। বর্তমানেও কিছু কিছু জায়গায় তাদের ওপর নির্যাতনের কথা শোনা যাচ্ছে। তিনি যশোরের প্রশাসনের উদ্দেশ্যে বলেন, কোনও প্রকার চাপ বা রাজনৈতিক পরিচয়ে বিভ্রান্ত না হয়ে অনিষ্টকারী যেকোন শক্তির বিরুদ্ধে কঠোর হোন। জন্মাষ্টমী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের প্রথমপর্বে আলোচনা সভাশেষে মঞ্চে মঙ্গলপ্রদীপ প্রজ্জলন করেন প্রধান অতিথি। এরপর একটি বর্ণাঢ্য মঙ্গলশোভাযাত্রা টাউন হল থেকে বের হয়ে নীলগঞ্জ মহাশ্মশানের দিকে যায়। অনুষ্ঠানের দ্বিতীয়পর্বে সেখানে ভক্তদের মাঝে প্রসাধ বিতরণ, ধর্মীয় আলোচনাসভা ও কবিগানের আসরের আয়োজন করা হয়। সমাবেশে অন্যদের মধ্যে যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান, সাবেক পৌরমেয়র কামরুজ্জামান চুন্নু, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক রবিউল আলম, পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি দিপংকর দাস, দেবেন্দ্রনাথ ভাস্কর, দুলাল সমাদ্দার প্রমুখ।