বিশেষ প্রতিনিধিঃ বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, সরকার বিরোধীদল দলনের লক্ষ্যে নতুন করে আবার ধরপাকড় শুরু করেছে।সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।তিনি বিরোধী রাজনীতির চর্চার পথকে আরো সংকুচিত করার অপপ্রয়াসকে নিন্দা জানান।
বিবৃতিতে ড. রিপন বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি-বিএনপি’র বিভিন্ন পর্যায়ে কাউন্সিল ও পুনর্গঠন প্রক্রিয়ার প্রাক্কালে দেশের বিভিন্ন জেলা উপজেলায় দলীয় নেতাকর্মীদের নতুন করে ধরপাকড় শুরু হয়েছে।তিনি অভিযোগ করেন, যশোর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবু, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া এবং কিশোরগঞ্জ সদর থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামীম আহমেদকে রোববার রাতে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া বিভিন্ন জেলায় দলের ও অঙ্গ সংগঠনের নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে গ্রেফতার অভিযান চালাচ্ছে বলে আমরা অভিযোগ পেয়েছি।তিনি অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি এবং নেতা-কর্মীদের হয়রানী না করার জন্য আহবান জানিয়ে বলেন, আমরা উৎকন্ঠার মধ্যে লক্ষ্য করছি যে, সরকার বিরোধী মতকে দলন করার নীতি থেকে এখনও সরে আসেনি।আমরা অনতিবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করছি এবং নেতা-কর্মীদের হয়রানি না করার জন্য আহ্বান জানাচ্ছি।