আইন কিংবা প্রশাসন দিয়ে খারাপ কাজের শাস্তি দেয়া যায় কিন্তু তাকে প্রকৃত মানবে পরিবর্তন করা যায় কি? পরিবেশ কিংবা পরিবারে নৈতিকতা শিক্ষা দিয়ে ভিতরের মনুষ্যত্ববোধ জাগ্রত করা যায় তাহলে দেশে সম্প্রীতির বন্ধন দৃঢ় হবে এবং সাম্প্রদায়িকতার বিষ দাঁত সমূলে বিদায় হবে। বলেছেন দ্যা নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী।
আজ ২ জুন শুক্রবার গোপালগঞ্জ মুকসুদপুর কলিগ্রাম চার্চ অব বাংলাদেশ আয়োজিত “মিলন ধর্মী সমাজে একসাথে পথ চলার আনন্দ” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ঈশ্বরীয় জ্ঞান কোন বিশেষ ভাষায় কিংবা কোন দেশের ভূগোল বা ইতিহাসের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। কারণ তিনি সারা বিশ্বের সমস্ত কিছুর ঈশ্বর। আরবি ভাষায় ঈদে মুসলিমরা দাওয়াত দেয়, ইংরেজী ভাষায় খ্রিস্টানরা বড়দিনে ইনভাইট করে, সনাতনীরা বাংলা ভাষায় পূজায় নিমন্ত্রণ করে। এখানে বিদেশী ভাষা এনে দেশের সমস্ত ভাষা শহীদের প্রতি অসম্মান করা নয়কি? বিদেশী ভাষার ধর্মে মাতৃভাষা ও দেশপ্রেম কমে যাওয়া স্বাভাবিক নয়কি?
তিনি আরও বলেন, জীবের ধর্ম পরিবেশ থেকে তৈরি হয়। যে যেমন পরিবেশে আচার নৈতিকতা শিক্ষা পায় সে তেমন ভাবে নিজেকে তৈরি করে। মানুষের ভিতরের মনুষ্যত্ববোধ জাগ্রত হলে আর মানুষে মানুষে বিভেদ, বৈষম্য অসাম্প্রদায়িতকা থাকবে না। মনুষ্যত্ববোধ অর্থাৎ মানবতাবোধই হচ্ছে মানুষের আসল ধর্ম।
বানিয়ারচর ক্যাথলিক চার্চ এর সহকারী পালক পুরোহিত ফাদার রিচার্ড বাবু হালদার বলেন, আমরা পবিত্র বড়দিনে সবাইকে ইনভাইট(Invite) করি, মুসলিমরা ঈদে সবাইকে দাওয়াত(আরবি) দেয় আর সনাতনীরা পূজায় নিমন্ত্রণ করে। সকলের উদ্দেশ্য একই নিমন্ত্রণ করা কিন্তু ধর্ম অনুযায়ী ভিন্ন ভাষায় করা হয়। তবে দুঃখজনক যে, সম্প্রীতির বন্ধন না থাকার কারণে পবিত্র উৎসবে পুলিশ প্রহরা বসাতে হয়। আমরা সকল ধর্মের মানুষ মিলে দেশে সম্প্রীতির বন্ধন তৈরি করার চেষ্টা করব।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পালক পুরোহিত সভাপতি ফাদার ডেভিড ঘরামী। খ্রিস্ট ধর্মের আলোকে বক্তব্য রাখেন চার্চ অব বাংলাদেশ রেভাঃ ফিলিপ বিশ্বাস, মূল বিষয়ের উপর সহভাগীতা করেন আন্তধর্মীয় সংলাপ কমিশন বরিশাল ক্যাথলিক ডাইসিস সমন্বয়কারী মিঃ জেমস্ পি বিশ্বাস প্রমুখ।