দীনেশ চন্দ্র জয়ধরঃ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলাধীন বড় বাশাইল কেন্দ্রীয় কালী মন্দির দুর্গা মণ্ডপে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় প্রশ্নোত্তর বিষয়ক ক্যুইজ ও শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
মন্দিরের সভাপতি শ্রী প্রতাপচন্দ্র মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক জ্যোতির্ময় বৈরাগী।
বক্তব্য রাখেন সরকারি শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজের প্রভাষক দিনেশচন্দ্র জয়ধর, সমাজসেবক দেবেন্দ্রনাথ মুন্সী, মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি বিমলচন্দ্র ঘটক, সুরঞ্জন মণ্ডল, অমিতোষ ঘটক, মনা পাণ্ডে প্রমুখ।
ক্যুইজ প্রতিযোগিতায় বারোটি মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি কলেজের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। দুইটি স্তরে বিভক্ত ক বিভাগে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত এবং খ বিভাগে একাদশ শ্রেণি থেকে স্নাতকোত্তর শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে পঁয়ত্রিশ জনকে আশীর্বাদ স্বরূপ শ্রীমদ্ভগবদগীতা গ্রন্থ তুলে দেয়া হয়।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সবার মধ্যে গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে বিভিন্ন ধর্মগ্রন্থ তুলে দেয়া হয়। উপস্থিত শিক্ষার্থীদের সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।