বন্যা, ডেঙ্গু ও গুজব নিয়ে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ ধ্বংস করার চক্রান্ত চলছে। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দেয়ার জন্য গুজব রটানো হচ্ছে। মহান মুক্তিযুদ্ধের সময়ও গুজব ছড়িয়েছিল; সেটাতে আমরা জয়ী হয়েছি। ’৭৫ এর পর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে নিয়ে অনেক অপপ্রচার চালানো হয়েছেন কিন্তু সেগুলো প্রমাণিত হয়নি। সকল বাধা বিপত্তি অতিক্রম করে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। বললেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
প্রতিমন্ত্রী আজ ঢাকার সদরঘাট টার্মিনাল ভবনে সুষ্ঠু ও নিরাপদ নৌপরিবহন সংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নৌপরিবহন সচিব মোঃ আবদুস সামাদের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল-ইসলাম, নৌপরিবহন অধিদপ্তরের মহাপচিালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি শহিদুল ইসলাম ভূঁইয়া এবং বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম বক্তব্য রাখেন।
খালিদ মাহ্মুদ চৌধুরী সড়ক, রেল ও নৌপথে যাত্রীর চাপ কমাতে গার্মেন্টসের ছুটি একসাথে না দিয়ে পর্যায়ক্রমে দেয়ার জন্য বিজিএমইএ’র নিকট আহ্বান জানান। তিনি বলেন, গার্মেন্টসের ছুটি পর্যায়ক্রমে হলে সড়ক, রেল ও নৌপথের ওপর চাপ কমবে এবং যাত্রী পারাপার সহজ হবে। ফেরি পারাপারে সিরিয়াল মেইনটেইন করতে তিনি বিআইডব্লিউটিসিকে নির্দেশ দেন। জরুরি এম্বুলেন্স ও ভিআইপি পারাপারে আরো সতর্ক থাকারও নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী বলেন, নৌযান মালিক-শ্রমিক, নৌপুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌপরিবহন অধিদপ্তর সকলের সর্বাত্মক সহযোগিতায় । ঈদুল ফিতরে নৌপথে যাত্রি পারাপার সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে করতে পেরেছি। ঈদুল আজহায়ও সকলের সহযোগিতায় নৌপথে যাত্রি পারাপার সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব।
এর আগে প্রতিমন্ত্রী ঢাকার সদরঘাট টার্মিনাল এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সচেতনতামূলক র্যালি এবং পরিচ্ছন্ন অভিযান কর্মসূচিতে নেতৃত্ব দেন।