সংখ্যালঘুদের ঘরবাড়ি অগ্নিসংযোগ ও দমন নিপীড়ন করার চেষ্টা করলে রাজনৈতিক ভাবে তার কবর দেওয়া হবে। দিনাজপুর ১আসনে আওয়ামী লীগের প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল এমপি কাহারোল উপজেলার জয়নন্দ এস সি উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী জনসভায় তিনি এই কথা বলেন।।
জনসভার শুরুতেই ১০ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন কাহারোলে আজ শতভাগ বিদ্যুৎতায়ন তা শেখ হাসিনার অবদান।
এছাড়াও ১০ বছরের অনেক রাস্তা পাকাকরণ হয়েছে কাহারোলে তাই ভাল যোগাযোগ সাথে অনেকেই ইজিবাইক ব্যাটারির চালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।
তাই ৩০ তারিখ ভোট কোন সাধারণ ভোট নয় স্বাধীনতার পক্ষে এবং স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে একটি ভোট নির্বাচন হতে চলেছে।ইতিমধ্যেই শেখ হাসিনার গনজোয়ার সৃষ্টি হয়েছে আপনার স্রোতের বিপরীতে গিয়ে শেখ হাসিনার গনজোয়ারজোয়ার কে আটকাতে পারবেনা তাই নিজেদের ঠকানোর চেষ্টা না করাই ভালো মন্তব্য করে নৌকার ভোট চেয়ে বক্তব্য শেষ করেন।।
সমাবেশে মনোরঞ্জন শীল গোপাল এমপি ছারাও বক্তব্য রাখেন কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী,১নং ডাবোর ইউপির চেয়ারম্যান সত্যজিৎ রায় সহ কাহারোল উপজেলা ও ১নং ডাবোর ইউপির আওয়ামীলীগ নেত্রীবৃন্দ।

