প্রতিদিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সিরাজগঞ্জের পৌর পাইকারি বাজারে বেচাকেনা জমে উঠে। বাজারে সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে। তবে আগাম শীতকালীন সবজির দাম বেশি বলছে ব্যবসায়ীরা।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এই বাজার থেকে সবজি কিনে বিভিন্ন হাটবাজারে বিক্রি করেন। বাজারে আলু, পেয়াজ, কাঁচামরিচ, বেগুন, পটোল, করলা ও শসাসহ সব ধরনের সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় দাম রয়েছে ক্রেতার নাগালেই। এদিকে বাজারে আগাম শীতকালীন সবজি উঠতে শুরু করলেও দাম কিছুটা বেশি বলছেন ব্যবসায়ীরা।
এই বাজারে আলু ২৫ থেকে ৩২ টাকা, কাঁচামরিচ ৫০ থেকে ৫৫ টাকা, পেঁয়াজ ৩৫ টাকা, বেগুন ৫০ থেকে ৫৫ টাকা, পটল ৪৫ থেকে ৫০ টাকা, শসা ৩০ থেকে ৩৫ টাকা, আদা ৭০ থেকে ৮০ টাকা, ফুলকপি ৬০ থেকে ৭০ টাকা, পাতাকপি ৩৫ থেকে ৪০ টাকা, মুলা ৩৫ থেকে ৪০ টাকা কেজি প্রতি পাইকারি দরে বিক্রি করতে দেখা গেছে।
পাইকারি এ সবজি বাজারে মোট ১০০ টির মতো দোকান রয়েছে। প্রতিদিন এখানে ১৫ থেকে ২০ লাখ টাকার বেচাকেনা হয়। প্রতিদিন ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত চলে বেচাকেনার ধুম।