13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শিশুর পায়ে এমপির গুলির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে

admin
October 3, 2015 6:16 pm
Link Copied!

শেখ মামুনুর রশিদ, রংপুর অফিস: গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকার দলীয় সাংসদের গুলিতে চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদৎ হোসেন সৌরভ ( ৯) আহতের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আহতের বাবা সাজু মিয়া বাদী হয়ে মামলা করবেন বলে জানা গেছে।

সুত্র জানায়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বেড থেকে শিশু সৌরভসহ তার বাবকে গুম করতে চেষ্টাও করেন বলে জানান সাজু মিয়া। পরে গাইবান্ধা পুলিশ সুপার আশরাফুল ইসলাম পুলিশি পাহারায় শিশু সৌরভের চিকিৎসার ব্যবস্থা করেন। পুলিশ সুপার জানান, সৌরভের বাবা সাজু মিয়াকে পুলিশি প্রোটকলে সুন্দরগঞ্জ থানায় মামলার জন্য নেয়া হচ্ছে,  এখনও রংপুরের পীরগাছা এলাকায় অবস্থান করছেন বলে সুত্র জানিয়েছেন। সর্বশেষ সংবাদ জানাতে রংপুর প্রতিনিধি সেখানে অবস্থান করছে।

http://www.anandalokfoundation.com/