ছবির আহমেদ আবিরঃ বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর ১৫,সিলেট শাহজালাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলা এবং উপাযর্ নিয়ে আন্দোলনের কোনো মন্তব্য করতে চাননা বললেন আবুল মাল আব্দুল মুহিত।তিনি বলেন শাবি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাইনা।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথাটি বলেন।
বৃহস্পতিবার বেলা তিন টার দিকে সিলেট মহানগরীর রিকাবিবাজারে রিকাবিবাজার-মিরেরময়দান সড়ক প্রশস্থকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী।
তিনি আরো বলেন রাস্তা প্রস্তের কারনে অনেক গাছ কাঠতে হবে।পরে যখন রাস্তার নিমর্ান হয়ে যাবে তখন রাস্তার ডিভাইডের মধ্যভাগে গাছ লাগানো হবে।
এসময় আওয়ামীলীগের অনেক নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।
সিলেট সিটি করপোরেশনের নিজস্ব প্রকল্পের আওতায় সড়কটি প্রশস্থ করা হচ্ছে। এ কাজে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয় হবে। সড়কটি ১০ ফুট থেকে ২০ ফুটে উন্নীত হচ্ছে।বলে জানা যায়।