সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ বাচ্চু বেপারী ও রকির জামিন মঞ্জুর করেছে জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আতাউর রহমান এ জামিন আদেশ প্রদান করেন।
শরীয়তপুর জেলা ছাত্রলীগ আহ্বায়ক মহসিন মাদবরকে হত্যার চেষ্টা মামলায় গত ৩ আগস্ট বাচ্চু বেপারী ও রকিকে জেল হাজতে প্রেরণ করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। পরবর্তীতে হাজতি আসামীদের পক্ষে নিযুক্ত আইনজীবী এ্যাডভোকেট জহিরুল ইসলাম জেলা ও দায়রা জজ আদালতে একটি মিস কেস দায়ের করেন। উক্ত মিস কেসের মঙ্গলবার আদালতে শুনানী হয়। আদালত শুনানী মূলে বিশেষ সত্ত্বে আসামীদের জামিন মঞ্জুর করেন।
মঙ্গলবার দুপুরে প্যানেল মেয়রের মুক্তির অপেক্ষায় জেলা কারাগারের সামনে জড়ো হয় হাজার হাজার নেতাকর্মীরা। সকল নেতাকর্মীগণ অধীর আগ্রহে জেলা কারাগারের সামনে অপেক্ষা করে কখন বেড়িয়ে আসবে তাদের প্রিয় নেতা শরীয়তপুর প্যানেল মেয়র-১ বাচ্চু বেপারী। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বাচ্চু বেপারীকে নিয়ে আনন্দ মিছিল করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আনন্দ মিছিল নিয়ে নেতাকর্মীরা সমেবেত হয় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। এসময় জেলা আওয়ামীলীগ সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক উজ্জল আকন, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ তালুকদার, জেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গির মৃধা, সাধারণ সম্পাদক নুহুন মাদবর, শরীয়তপুর পৌর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি বাচ্চু মুন্সী, সাংগঠনিক সম্পাদক খলিল সরদার, জেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি তাইজুল সরকার, সদর থানা যুবলীগ সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন দিপু মিয়া, জেলা ছাত্রলীগ যুগ্ম-আহবায়ক রাশেদুজ্জামান, সাবেক ছাত্রলীগ নেতা জামাল ফকির, সদর থানা যুবলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সোহেল খান, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগ সভাপতি নুর হোসেন সরদার, সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘ দিন যাবত শরীয়তপুর সরকারী কলেজে ছাত্রলীগের আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে বিরোধ ছিল। সম্প্রতি শরীয়তপুর সরকারী কলেজ ছাত্রাবাস থেকে পুলিশ চার জন শিক্ষার্থীকে মাদকদ্রব্য সেবন কালে গ্রেফতার করে। এক শ্রেনীর প্রভাবশালীরা বহিরাগতদের ছাত্রাবাসে থাকার সুযোগ করে দিয়ে তাদের মাধ্যমে মাদক ব্যবসা চালায়। বিভিন্ন সময় পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার হচ্ছে অনেক ছাত্র। মুলত শরীয়তপুর সরকারী কলেজ ছাত্রাবাস ও কলেজ শাখা ছাত্রলীগ দখলে রাখাকে কেন্দ্র করে সম্প্রতি ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।