সৈকত দত্ত, শরীয়তপুর থেকেঃ সৌদি আরবের সাথে মিল রেখে আজ (সোমবার) শরীয়তপুরের প্রায় ৫০টি গ্রামে ঈদুল আযহা উদ্যাপিত হয়েছে।
হযরত মাওলানা সাইয়েদ শাহ আলী ওরফে সাইয়েদ জান শরীফ শাহ সুরেশ্বরী’র ভক্ত অনুসারীগন সৌদি আরবের সাথে মিল রেখে এই ঈদুল আযহা উদ্যাপন করে। এ বছরও সৌদি আরবের সাথে মিল রেখে এক দিন আগেই ঈদুল আযহা উদ্যাপন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুরেশ্বর দরবার শরীফের বর্তমান গদিনসীন পীর কামেল সৈয়দ শাহ কামাল নুরী সুরেশ্বরী ও তার ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোঃ আঃ লতিফ।
সুরেশ্বর দরবার শরীফের ভক্তবৃন্দ, খাদেম ও পীর বেকলাদের মাধ্যমে জানা যায়, হযরত মাওলানা সাইয়েদ শাহ আলী ওরফে সাইয়েদ জান শরীফ শাহ সুরেশ্বরী’র বাংলা ১২৬৩ সালের ২ অগ্রহায়ণ জন্ম গ্রহন করেন। তার জীবদ্দশায় তিনি ভক্ত ও অনুসারীদের নিয়ে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদ্যাপন করতেন। সেই থেকেই তার অনুসারীরা প্রতি বছর সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদ্যাপন করে। বর্তমানে জান শরীফ শাহ সুরেশ্বরী’র বংশধরদের মধ্যে ১৮ জন পীল কেবলা রয়েছে। সুরেশ্বর দরবার শরীফের ঈদুল আযহা’র নামাজ অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৯টায়। নামাজে ঈমামতি করেন বেলাল নুরী।
সুরেশ্বর দরবার শরীফের বর্তমান গদিনসীন সৈয়দ শাহ নুরে কামাল সুরেশ্বরী বলেন, আমরা একই পৃথিবীতে বসবাস করি। পৃথিবীতে চাঁদও একটাই। সৌদি আরবে একদিন চাঁদ উঠবে আর বাংলাদেশে অন্যদিন চাঁদ দেখার সুযোগ নাই। তাই বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ববোধের সাথে মিল রেখেই সকল ভক্তবৃন্দ ও অনুসারীদের সাথে সৌদির সাথে মিল রেখেই ঈদ উদ্যাপন করি।