13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

লতিফ সিদ্দিকীর বিষয়ে ইসির শুনানি

admin
August 19, 2015 11:12 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য (এমপি) পদ বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) শুনানি হবে কি না এ বিষয়ে আজ বৃহস্পতিবার আদেশ দেবেন হাইকোর্ট।

ইসির শুনানির এখতিয়ার চ্যালেঞ্জ করে লতিফ সিদ্দিকীর দায়ের করা  রিট আবেদনের ওপর বুধবার উভয়পক্ষের শুনানি শেষ হয়েছে।  শুনানি শেষে বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়–য়া। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। সঙ্গে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোরশেদুল আলম।  ১৬ আগস্ট লতিফ সিদ্দিকী হাইকোর্টে রিটটি দায়ের করেন।

রিট আবেদনে নির্বাচন কমিশন, আইন সচিব, জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের উপ-সচিবকে (আইন) বিবাদী করা হয়েছে। ২০১৪ সালের  ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে টাঙ্গাইল সমিতির সঙ্গে মতবিনিময় সভায় পবিত্র হজ, তাবলিগ জামায়াতসহ অন্যান্য বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন লতিফ সিদ্দিকী। এরপর প্রথমে মন্ত্রিসভা থেকে এবং পরে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয় তাকে।

লতিফ সিদ্দিকীকে বহিষ্কারের আট মাস পর বিষয়টি জানিয়ে আওয়ামী লীগের পাঠানো চিঠি গত ৫ জুলাই স্পিকার শিরীন শারমিনের হাতে পৌঁছায়। স্পিকার লতিফের সংসদ সদস্য পদ থাকবে কি না, তা মীমাংসার জন্য আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেন। এরপর নির্বাচন কমিশনের পক্ষ থেকে লতিফ সিদ্দিকীকে ২৩ আগস্ট শুনানিতে ডাকা হয়।

http://www.anandalokfoundation.com/