13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

লতিফের আসনে আ.লীগের সম্ভাব্য ১০ প্রার্থী

admin
September 2, 2015 10:12 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ হজ নিয়ে মন্তব্যের কারণে মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের সদস্যপদ হারানো আবদুল লতিফ সিদ্দিকীর পদত্যাগপত্র জমা দেয়ার পরপর উপ-নির্বাচনের প্রস্তুতি শুরু করছেন ডজনখানিকের কাছাকাছি সম্ভাব্য প্রার্থী।

কালিহাতী উপজেলা আওয়ামী লীগের নেতারা বলেছেন, দলীয় প্রধান যে নির্দেশ দেবেন সে পথেই চলবেন তারা। লতিফ সিদ্দিকী দল থেকে বহিষ্কার হওয়ার পর টাঙ্গাইল- ৪ (কালিহাতী) উপ-নির্বাচনকে সামনে রেখে অনেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। মঙ্গলবার সংসদ থেকে পদত্যাগের ঘোষণার পর সম্ভাব্য সেই সব প্রার্থী ও তাদের সমর্থকরা চাঙ্গা হয়ে উঠেছেন।

লতিফ সিদ্দিকী মহাজোট সরকারের পাট ও বস্ত্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর তিনি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। লতিফ সিদ্দিকী এবারই প্রথম বির্তকিত হয়েছেন তা নয়, ১৯৮০ এর দশকে প্রবাসে থেকে শেখ হাসিনার আওয়ামী লীগ সভাপতি হওয়ার বিরোধিতা করেছিলেন, আবার ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর তার পক্ষে দৃঢ় অবস্থান নেন।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ১৯৭০ সাল থেকে প্রতিটি সংসদ নির্বাচনেই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এ আসনে লড়েছেন লতিফ সিদ্দিকী। ব্যতিক্রম ছিল কেবল ১৯৮৬ সালের নির্বাচনে। সে বছর কারাগারে থাকার কারণে লতিফ সিদ্দিকী নির্বাচনে অংশ নিতে পারেননি। তবে তার স্ত্রী লায়লা সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওই নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছিলেন। লতিফ সিদ্দিকী ভাই আব্দুল কাদের সিদ্দিকীও এ আসনের সাবেক সংসদ সদস্য; যিনি আওয়ামী লীগ ছেড়ে এখন কৃষক-শ্রমিক-জনতা লীগ গঠন করেছেন। এদিকে, সম্ভাব্য উপ-নির্বাচনকে সামনে রেখে কয়েক মাস আগে থেকেই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন। এদের মধ্যে রয়েছেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, সাবেক উপজেলা চেয়াম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-পরিষদের সহ-সম্পাদক হাসান ইমাম খান (সোহেল হাজারী), জনতা ব্যাংক ও এফবিসিসিআই এর পরিচালক আবু নাসের, জেলা যুব মহিলা লীগের আহবায়ক সাবিনা ইয়াসমিন ইব্রাহিম, টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি কুদরত-ই-এলাহী খান, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, ব্যবসায়ী নেতা আবুল কাশেম এবং মো. আব্দুল আলীম। তবে লতিফ সিদ্দিকীর স্ত্রী লায়লা সিদ্দিকী এবং ভাই আব্দুল কাদের সিদ্দিকী নামও শোনা যাচ্ছে। যদিও এ ব্যাপারে সিদ্দিকী পরিবারের কেউ স্পষ্ট কিছু জানাননি। এরইমধ্যে সিদ্দিকী পরিবারের সদস্যরা ছাড়া সবাই পোস্টারে মাধ্যমে জনগণের দোয়া চেয়েছেন।

এ প্রসঙ্গে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, ‘কালিহাতী উপজেলা আওয়ামী লীগের প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় প্রধান এবং মহাজোট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অবিচল আস্থা রয়েছে। যে সিদ্ধান্ত তিনি দেবেন এবং উপ-নির্বাচনে যাকে দলীয়ভাবে মনোনয়ন দেবেন তার হয়েই উপজেলা আওয়ামী লীগ কাজ করবে। গেল বছর ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরের সময় নিউইয়র্কে টাঙ্গাইল সমিতির এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী বলেন, “আমি কিন্তু হজ আর তাবলিগ জামাত দুটোর ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীর যতটা বিরোধী, তার চেয়ে বেশি হজ আর তাবলিগের বিরোধী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রকাশের পর শোরগোল ওঠে। তাকে গ্রেপ্তার এবং মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার দাবি তোলে ইসলামী বিভিন্ন সংগঠন। লতিফ সিদ্দিকীর পদত্যাগপত্র দেয়া নিয়ে ইসির করণীয় সর্ম্পকে নির্বাচন কমিশনার আবদুল মোবারক জানান, বুধবার (আজ) বসে এ নিয়ে আলোচনা করা হবে। আসন শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট প্রকাশের পর উপ-নির্বাচনের ব্যবস্থা নেবে কমিশন।

http://www.anandalokfoundation.com/