ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পুরো বিশ্বে পণ্যের সংকট -তথ্যমন্ত্রী

ডেস্ক
June 9, 2023 4:06 pm
Link Copied!

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পুরো বিশ্বে পণ্যের সংকট সৃষ্টি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। তবে, বাংলাদেশে পণ্যের সংকট সৃষ্টি হয়নি। বিদ্যুৎ সংকটের বিষয়টি দুঃখজনক। একটু ধৈর্য ধরুণ এই সমস্যা ১৫ থেকে ২০ দিনের মধ্যে সমাধান হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর মতিঝিলে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা ভিত্তিক সংগঠন বোয়ালখালী সমিতি, ঢাকা’র বার্ষিক মেজবান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন,  বিএনপির সঙ্গে সংলাপের কোনো প্রয়োজনীয়তা নেই। যারা নির্বাচনকে প্রতিহত করতে চায়, তাদের সঙ্গে সংলাপ করে ফায়দা নেই। সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে। জনগণকে বিভ্রান্ত করে লাভ নেই। বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয়, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

এ সময় বোয়ালখালী সমিতি, ঢাকা’র সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আনসারী ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবদুস সোবহান সিদ্দিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

http://www.anandalokfoundation.com/